WB Govt Circular Strike Attendance: ৯ জুলাই সাধারণ ধর্মঘট, দপ্তরে গরহাজিরায় সরকারি কর্মীদের ঘাড়ে নেমে আসতে পারে এই খাঁড়া!

WB Govt Circular Strike Attendance:কেন্দ্রের শ্রমনীতি এবং নতুন শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। এর প্রেক্ষিতেই রাজ্য সরকারের তরফে সরকারি কর্মীদের উদ্দেশ্যে জারি হয়েছে এই কড়া নির্দেশ।

WB Govt Circular Strike Attendance:কেন্দ্রের শ্রমনীতি এবং নতুন শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। এর প্রেক্ষিতেই রাজ্য সরকারের তরফে সরকারি কর্মীদের উদ্দেশ্যে জারি হয়েছে এই কড়া নির্দেশ।

author-image
Nilotpal Sil
New Update
news in bengal live, west bengal news, kolkata news,news of west bengal,west bengal news today, কলকাতার খবর,পশ্চিমবঙ্গের খবর

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

WB Govt Circular Strike Attendance: আগামী ৯ জুলাই ভারতব্যাপী সাধারণ ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনগুলি। ৯ তারিখের ধর্মঘটে সরকারি সমস্ত দপ্তরে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করল নবান্ন। তবে কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

Advertisment

 নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, আগামী ৯ জুলাই কোনও সরকারি কর্মীর ক্যাজুয়াল লিভ গ্রাহ্য করা হবে না। ঐদিন কোন সরকারি কর্মচারী তার দপ্তরে না এলে তার চাকরিজীবন থেকে দিনটি বাদ যাবে সেই সঙ্গে তার একদিনের বেতনও কাটা যাবে। সরকারি ওই নির্দেশিকা আরও জানানো হয়েছে, এরপরেও ওই দিন কোনও সরকারি কর্মী অফিসে অনুপস্থিত থাকলে তাকে শোকজ করা হবে। সেই শোকজের উত্তর সন্তোষজনক না হলে তার ছুটি নামঞ্জুরের পাশাপাশি তার বিরুদ্ধে পরবর্তী সময়ে শাস্তিমূলক পদক্ষেপ পর্যন্ত গ্রহণ করা হতে পারে।

তবে কিছু ক্ষেত্রে ছুটি মঞ্জুরের কথাও জানানো হয়েছে নির্দেশিকায়। কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকলে কিংবা আগে থেকে তিনি অসুস্থ থাকলে, হঠাৎ করে পরিবারের কারও মৃত্যুর ঘটনা ঘটলে অথবা আগে থেকে মেডিকেল লিভ নেওয়া থাকলে তা মঞ্জুর করা হবে।

Advertisment

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৯ জুলাই কেন্দ্রীয় শ্রমিক কোড বাতিলের দাবিতে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনগুলি।

খেলা শুরু নিম্নচাপের! আর কয়েক ঘণ্টাতেই এই জেলাগুলিতে প্রবল বৃষ্টি-দোসর ঝড়!

bharat bandh Bangla Bandh