ভরা বর্ষায় বাংলার বুকে গভীর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তারই জেরে জেলায়-জেলায় জোরালো বৃষ্টির প্রবল সতর্কতা। কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্যেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গের দুই জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন- Dilip Ghosh:'২১ জুলাইয়ের পর কোনও প্রশ্ন থাকবে না', দিলীপের তৃণমূল-যোগ সম্ভাবনা আরও বাড়ল?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য মেডিকেল কাউন্সিলের, বড় স্বস্তিতে সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তনু সেন