কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার দ্বাদশের গণ্ডি পেরনো ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে ভর্তি হবেন। স্নাতকস্তরে কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে নিয়মাবলী ও নির্ঘণ্ট ঘোষণা করল সরকার। একইসঙ্গে স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের বিশ্ববিদ্যালগুলিতে ভর্তির ক্ষেত্রেও নিয়মাবলী ও নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে।
রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১৮ জুলাই থেকে রাজ্যে স্নাতকস্তরে কলেজে ভর্তির ক্ষেত্রে অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে। ১৮ জুলাই থেকে শুরু হওয়ার পর আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজগুলিকে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
আরও পড়ুন- আজ থেকেই বন্ধ হচ্ছে লোকাল ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে ওঠার আশঙ্কা
স্নাতকস্তরের পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর স্তরে বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্যও অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের গোটা প্রক্রিয়াটিই অনলাইনে চলবে।
আরও পড়ুন- বঙ্গে ফের করোনার রক্তচক্ষু! হু হু করে বাড়ছে সংক্রমণ
কোনও পড়ুয়াকে ভর্তির জন্য সশরীরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজির হতে হবে না। ভর্তির আবেদন করার সময় কোনও ফি নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। তবে অনলাইন পদ্ধতিতে ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিতে পারবেন ছাত্রছাত্রীরা।