/indian-express-bangla/media/media_files/2025/05/07/NCi9odiC3IwUkHGUHW62.jpg)
higher secondary result 2025: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
West Bengal Higher Secondary 12th Result 2025: প্রতি বছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল করে। ফি বার নরেন্দ্রপুরের কৃতীদের নাম থাকে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায়। এবারও তার অন্যথা হয়নি। এবারও মাধ্যমিক পরীক্ষায় দু'জন মেধাতালিকায় ছিল। বুধবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশেও দেখা গেল নরেন্দ্রপুরের জয়জয়কার! দ্বাদশের মেধাতালিকাতেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৪ ছাত্রের নাম জ্বলজ্বল করছে।
যুগ্মভাবে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে যমজ দুই ভাই। অন্য দু'জন যুগ্মভাবে অষ্টম হয়েছে।
২০২৫-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ঘোষণার পর মেধাতালিকায় যমজ দুই ভাইয়ের কৃতিত্বে খুশি দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনীক বাড়ুই ও অনীশ বাড়ুই। যমজ এই দুই ভাইয়েরই নাম রয়েছে মেধাতালিকায়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ৫০ দিনের মাথায় ফল ঘোষণা হয়েছে। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম ১০-এ রয়েছে ৭২ জন। দু'জনের প্রাপ্ত নম্বর ৪৮৯। বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনীশ বাড়ুই ও অনীক বাড়ুই। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষাতেও মেধাতালিকায় স্থান করে নিয়েছিল অনীক ও অনীশ। ২০২৩-এ চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছিল যমজ দুই ভাই।
এছাড়াও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে অদ্রিচ গুপ্তা এবং রফিক রানা লস্কর দু'জনে অষ্টম স্থান অধিকার করেছে। দু'জনেরই প্রাপ্ত নম্বর ৪৯০। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় স্থান করে নিয়েছিল নরেন্দ্রপুরের অদ্রিচ ও রফিত রানা লস্কর। উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নাম থাকার ফলে উচ্ছ্বাসিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্বামীজিরা।
আনন্দে উচ্ছ্বাসিত স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ জানান, এই বছর মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্রের নাম রয়েছিল। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের চারজন ছাত্রের নাম রয়েছে। এই চারজন ছাত্রই ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষাতেও মেধা তালিকায় স্থান করে নিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য যমজ দুই ভাইয়ের কথা। মাধ্যমিক পরীক্ষার সময়ও মেধা তালিকায় স্থান করে নিয়েছিল এবং এই বছর উচ্চমাধ্যমিকেও যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে তারা।
আরও পড়ুন- WBCHSE WB HS Result 2025: উচ্চমাধ্যমিকে প্রথম ১০-এ কোন স্কুলের কোন পড়ুয়া? দেখুন একঝলকে...
ওই মহারাজ বলেন, "সমস্ত মেধাবী ছাত্রদের এই সাফল্যে খুশি আমরা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রদের এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উচ্চমাধ্যমিকের উত্তীর্ণ হওয়া ছাত্রদের আগামী দিনের সফলতা কামনা করি। মেধাতালিকায় নাম থাকা ছাত্রদের অভিভাবকরা খুবই খুশি হয়েছে। বিশেষ করে যমজ দুই ছাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় মেধাতালিকায় নাম থাকায় তাদের অভিভাবকরা খুবই খুশি।"
এরই পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলারই সোনারপুর সারদা বিদ্যাপীঠের তন্ময় পতি এবার রাজ্যে উচ্চমাধ্যমিকে সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী। তন্ময় এদিন সাংবাদিকদের বলেন, "কখনও দিনে ১২-১৪ ঘন্টা পড়েছি এবং কখনো দিনে ৭-৮ ঘন্টাও পড়াশোনা করেছি। বিভিন্ন রকম খেলা দেখতে ভালোবাসি।"