Advertisment

গোঘাটে 'খুন' তৃণমূল বুথ সভাপতি, ধাক্কা দিয়ে মেরে ফেলায় অভিযুক্ত বিজেপি কর্মীরা

এদিনই সকালে গোঘাটে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান বিজেপি কর্মীর মা।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc candidate in Rajya Sabha poll, রাজ্যসভা ভোট তৃণমূল প্রার্থী, Jahar Sirkar tmc candidate Rajya Sabha election, রাজ্যসভা নির্বাচনে এবার তৃণমূল প্রার্থী জহর সরকার, tmc Jahar Sirkar Rajya Sabha, তৃণমূল রাজ্যসভা ভোট জহর সরকার

এবার রাজ্যসভা ভোটে তৃণমূলের প্রার্থী প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার।

ভোট দিয়ে বাড়ি ফেরার সময় নিহত তৃণমূল নেতা। তৃতীয় দফার ভোটে ফের প্রাণহানির ঘটনা। অকুস্থল সেই হুগলির গোঘাট। এদিনই সকালে গোঘাটে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান বিজেপি কর্মীর মা। তার রেশ কাটতে না কাটতেই এবার নিহত হলেন এক বৃদ্ধ তৃণমূল নেতা।

Advertisment

নিহত বৃদ্ধের নাম সুনীল রায় (৭২)। তৃণমূলের বুথ সভাপতিকে ধাক্কা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তারপরেই তাঁর মৃত্যু হয়ে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের দাবি, ভোট দিয়ে ফেরার সময় বৃদ্ধকে বিজেপি কর্মীরা ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। পড়ে গিয়ে গুরুতর চোট পান সুনীল রায়। এর ফলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন গোঘাটে ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত বিজেপি কর্মীর মা, কাঠগড়ায় তৃণমূল

জানা গিয়েছে, নিহত বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। গোঘাটের হাটপুকুরের তৃণমূল কর্মী তথা বুথ এজেন্ট বিকাশ রায় বলেন, বাবা দীর্ঘদিন দরে তৃণমূল করেন। এর আগেও একাধিকবার তাঁকে মারধর করা হয়েছে। হুমকিও দেওয়া হয় বিজেপির তরফ থেকে। এদিন ফলুইয়ের একটি বুথে এজেন্ট হিসাবে কাজ করছিলেন বিকাশ। তাঁর অভিযোগ, ভোট দিয়ে ফেরার সময়ে তাঁর বাবাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় বিজেপি কর্মীরা।

তৃণমূল প্রার্থী মানস মজুমদারের অভিযোগ, সিপিএম ছেড়ে যারা নব্য বিজেপি হয়েছে তাঁরাই এই খুনের সঙ্গে যুক্ত। পাল্টা বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারকের দাবি, একজন বৃদ্ধ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, তাই নিয়ে রাজনীতি করছে তৃণমূল।

tmc bjp West Bengal Assembly Election 2021 Goghat
Advertisment