/indian-express-bangla/media/media_files/2025/04/10/9L7rq5wQUXt1PTmczJck.jpg)
WB SSC Recruitment Scam Case: চাকরিহারাদের মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
SSC Verdict News: গতকাল কসবায় চাকরিহারাদের বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কসবার DI অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। চাকরিহারাদের উপর পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে পাল্টা বিক্ষোভ চলে। গতকালের ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "শিক্ষকদের বলব মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন।"
গতকাল কসবায় ডিআই অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাদের সামাল দিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এমনকী বেশ কয়েকজন পুলিশকর্মীকে চাকরিহারাদের লাথি-ঘুঁষি মারতেও দেখা যায় পুলিশকর্মীদের। পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা আহতও হয়েছেন।
তবে পুলিশেরও দাবি, চাকরিহারাদের মারধরের জেরে তাদের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন। পরবর্তী সময়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হচ্ছিল, চাকরিহারাদের প্রবল বিক্ষোভ ছত্রভঙ্গ করতেই পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সেই ঘটনা নিয়ে জানিয়েছেন, কসবার ঘটনা কাম্য না হলেও আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হলে পুলিশকে পদক্ষেপ করতেই হবে।
এদিকে চাকরিহারাদের এই বিক্ষোভ প্রসঙ্গে গতকাল কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "শিক্ষকদের বলব মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখুন। স্কুলে আপনাদের কাজ হচ্ছে পড়ানো। আপনাদের যাতে সুরক্ষা থাকে যাতে, চাকরি থাকে সেটা দেখার কাজ আমাদের। মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন তখন নিশ্চিতভাবেই কিছু ভেবেচিন্তেই দিয়েছেন। আপনারা এত বেশি বিক্ষোভ করে... ব্যাপারটা যেহেতু কোর্টের অধীনে রয়েছে, আমি স্টেটমেন্ট দেব না। তবে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখতে হবে।"
আরও পড়ুন- Kolkata Weather Today: বেলা গড়ালেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় কোন কোন জেলা?