/indian-express-bangla/media/media_files/2025/04/10/0t1V72uAMElersg2vwPv.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Latest West Bengal News Update:সুপ্রিম কোর্টের রায়ে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। গত কয়েকদিন শহর কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। একাধিক জায়গায় চাকরিহারাদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল কসবায় চাকরিহারাদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেপরোয়াভাবে লাঠি চালিয়েছে। জেলায়-জেলায় চাকরিহারাদের বিক্ষোভ সামাল দিতে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে আজ কলকাতায় মহামিছিল। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে চাকরিহারাদের সঙ্গেই পা মেলালেন জুনিয়র ডাক্তারদের সংগঠনের সদস্যরাও। শুক্রবারও সল্টলেকের করুণাময়ী থেকে SSC ভবন পর্যন্ত মিছিল করবেন চাকরিহারারা।
এবার অনশনেই দাবি ছিনিয়ে নেওয়ার সংকল্প চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। SSC দফতরের সামনে এবার অনশন কর্মসূচিতে বসেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুরু হয়েছে সেই অনশন কর্মসূচি। অবিলম্বে এসএসসি কর্তৃপক্ষকে যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করতে হবে, এই দাবিতেই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। এরই পাশাপাশি চাকরিহারাদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জেরও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। তাঁদের এই বিক্ষোভে নাগরিক সমাজকেও পাশে থাকার আবেদন দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা।
এদিকে, রাজ্যের স্কুলগুলির বেতন পোর্টাল খুলে গিয়েছে। সেই পোর্টালে সব শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর নাম রয়েছে। অর্থাৎ রাজ্যের পোর্টালে নাম রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরও। অনেক চাকরিহারার আশঙ্কা ছিল হয়তো এই পোর্টালে তাঁদের নাম থাকবে না। তবে আপাতত রাজ্যের স্কুলগুলির বেতন পোর্টালে নাম রয়েছে তাঁদেরও। যদিও এতেও চিন্তামুক্ত হতে পারছেন না তাঁরা। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ চাকরিহারাদের বেতন যাতে দেওয়া যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। অন্যদিকে, গতকাল ফের একবার শিক্ষামন্ত্রীও জানিয়েছেন আইনি দিকগুলি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। আবারও চাকরিহারাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলেও জানিয়েছেন।
-
Apr 10, 2025 16:16 IST
West Bengal News Live:সুরক্ষা বাড়লো জঙ্গিপুর রোড রেল স্টেশনের
রেল সুরক্ষা বাড়ালো জঙ্গিপুর রোড রেল স্টেশনের। আজ সকালে RPF-এর বাড়তি ফোর্স আনা হয়েছে। জঙ্গিপুরে
গত মঙ্গলবার ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। আন্দোলনকারীরা দুটি পুলিশ গাড়ি সহ একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারই মধ্যে এবার জঙ্গিপুর রোড স্টেশনের সুরক্ষা বাড়ালো রেল। -
Apr 10, 2025 16:15 IST
West Bengal News Live:বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু
বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের রেজিনগরের নারকেলবাড়ি ঘাটের কাছে জমি থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম বালানন্দ বিশ্বাস (বয়স ৬৩)। মৃত ব্যক্তি পেশায় মৃত শিল্পী ছিলেন। স্বপরিবারে ঠাকুর বানান তাঁরা। মৃতের বাড়ি রেজিনগর থানার রামপাড়া হাটপাড়ায়। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল তাঁর পরিবার। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
-
Apr 10, 2025 13:11 IST
West Bengal News Live:মমতাকে তুলোধনা দিলীপের
আবারও দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। SSC-র হাজার-হাজার চাকরিহারা নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা প্রাক্তন BJP সাংসদের। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করেই যোগ্য-অযোগ্যদের গুলিয়ে দিচ্ছেন বলে দাবি বিজেপি নেতার। ফের যোগ্য চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।
বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case: 'মমতা ব্যানার্জিই যোগ্য-অযোগ্যদের গুলিয়ে দিচ্ছেন, বলছেন না উনি কার পক্ষে', ফের সোচ্চার দিলীপ
-
Apr 10, 2025 12:27 IST
West Bengal News Live:ঝড়-বৃষ্টির পূর্বাভাস
রাজ্যের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। ঝড়-জলের জেরে ভ্যাপসা গরম থেকে মিলতে পারে মুক্তি।
বিস্তারিত পড়ুন- West Bengal News Live:SSC দফতরের সামনে চাকরিহারাদের অনশন শুরু, সরকারকে চরম বার্তা!
-
Apr 10, 2025 11:15 IST
West Bengal News Live:রাতভর ধরনা
চাকরি ফেরানো না পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা। গতকাল রাতভর সল্টলেকের SSC ভবনের সামনে ধরনা কর্মসূচি চালিয়ে গিয়েছেন চাকরিহারারা। তাদের একটাই বক্তব্য, "আসল রোগ এই এসএসসি অফিসেই, এরা চাইলেই সব সম্ভব!"
বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case:'আসল রোগ SSC অফিসেই, এরা চাইলেই সব সম্ভব', চাকরি ফেরানোর দাবিতে রাতভর ধরনা
-
Apr 10, 2025 10:30 IST
West Bengal News Live:চাকরিহারাদের মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখার পরামর্শ
গতকাল কসবায় চাকরিহারাদের বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কসবার DI অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। চাকরিহারাদের উপর পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে পাল্টা বিক্ষোভ চলে। গতকালের ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "শিক্ষকদের বলব মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন।"
বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case: চাকরি চেয়ে জুটলো পুলিশের লাথি-লাঠি-থাপ্পড়! ববি বললেন, 'মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন'
-
Apr 10, 2025 09:03 IST
West Bengal News Live:SSC অফিসের সামনে রাতভর ধরনা
SSC অফিসের বাইরে রাতভর ধরনা দিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আচার্য সদনের বাইরে গতকাল রাতে ধরনা দিয়েছেন চাকরিহারারা। গতরাতেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশ চাকরিহারাদের ধরনা তুলে নিতে আবেদন জানালেও সে কথায় কর্ণপাত করেননি তারা।
-
Apr 10, 2025 09:01 IST
West Bengal News Live:'কসবার ঘটনা বাঞ্ছনীয় নয়', বললেন মুখ্যসচিব
গতকাল কসবায় DI অফিসের তালা ভেঙে ঢুকেছিলেন একদল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা। পুলিশ তাদের বিক্ষোভ সামলাতে লাঠিচার্জ করেছে। সেই লাঠির ঘায়ে বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন। পুলিশও চাকরিহারাদের হাতে আক্রান্ত হয়েছে। কসবার সেই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করলে পুলিশকে মারধর করলে আইন শৃঙ্খলা রক্ষা করতেই পুলিশকেও পদক্ষেপ করতেই হবে। যদিও গোটা বিষয়টি বাঞ্ছনীয় ছিল না বলেও তিনি জানিয়েছেন।
-
Apr 10, 2025 08:55 IST
West Bengal News Live:ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা
ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি জেলায় জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। জেলায় জেলায় এই ঝড়-জলের জেরে ভ্যাপসা গরম থেকে মিলতে পারে মুক্তি।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: বেলা গড়ালেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় কোন কোন জেলা?