এবার আদালতের অলিন্দেও বন্দে ভারত! নিয়োগ কেলেঙ্কারির তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যেতে বন্দে ভারত এমনকী শতাব্দী একস্প্রেসের গতির প্রসঙ্গ টেনে আনা হল আদালতে। বৃহস্পতিবার বঙ্গে নিয়োগ দুর্নীতির তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। তারপরেই কেন্দ্রীয় তদন্ত সংস্থার আইনজীবীকে তিনি বলেন, 'বন্দে ভারত না হলেও শতাব্দী এক্সপ্রেসের গতিতে তদন্ত করুন।'
নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত জারি রেখেছে সিবিআই। গত কয়েকমাসে তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারীদের। সেই মতো তদন্তের কাজ এগোচ্ছে। কিন্তু মাসের পর মাস ধরে চলা তদন্ত শেষ হবে কবে? সে প্রশ্নের উত্তর এখনও অধরা। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে তোলা হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে।
আরও পড়ুন- চলন্ত বাসের সামনের চাকা ফেটে ভয়ঙ্কর বিপদ! হুড়মুড়িয়ে নয়ানজুলিতে নেমে গেল গাড়ি
মামলার শুনানিতে সিবিআই আদালতে জানায়, ইতিমধ্যেই নিয়োগ কেলেঙ্কারির বহু তথ্য হাতে এসেছে। এই কেলেঙ্কারিতে আরও কয়েকজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন সিবিআই আইনজীবী। তদন্ত এখন একটি গুরূত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে বলে জানায় সিবিআই। এরপরেই বিচারক এই মামলার সঙ্গে বন্দে ভারত, এমনকী শতাব্দী এক্সপ্রেসের গতির তুলনা টেনে আনেন।
আরও পড়ুন- থাকুন রাজার হালে, বেড়ানোর চরম তৃপ্তি নিন! কলকাতার ঢিল ছোঁড়ে দূরত্বে নজরকাড়া আয়োজন
রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগে কেলেঙ্কারির জাল আরও গভীরে বলে মনে করছে সিবিআই। অত্যন্ত প্রভাবশালী বেশ কয়েকজন এই চক্রে ওতোপ্রোতোভাবে জড়িত বলে সন্দেহ তদন্তকারীদের। গত কয়েক মাসে তদন্তে নানা তথ্য পেয়েছে সিবিআই। সেই তথ্যের উপর ভিত্তি করেই এগোচ্ছে গোটা তদন্ত। লক্ষ-লক্ষ টাকার বিনিময়ে এরাজ্যে সরকারি চাকরি কার্যত 'বিক্রি' হয়েছে।
আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: লক্ষ্মীবারে চাকরি গেল আরও ৫৩ জনের, বাতিল মোট ২৫৫