scorecardresearch

অবশেষে মুখ খুললেন হৈমন্তীর মা, মেয়ে কোথায়? এতদিনে স্পষ্ট জবাব প্রৌঢ়ার

অবশেষে মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে জোর চর্চায় থাকা হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মা।

wb ssc scam haimanti ganguly cbi gopal dalapati
হৈমন্তী গঙ্গোপাধ্যায়।

অবশেষে মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে জোর চর্চায় থাকা হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মা। ‘সময়মতো ও সামনে আসবে ও কথাও বলবে।’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেছেন হৈমন্তীর মা। তবে মেয়ে নির্দোষ বলেই দাবি মায়ের। মেয়েকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও এদিন অভিযোগ এনেছেন প্রৌঢ়া।

দিন কয়েক ধরেই রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম জোর চর্চায়। চাকরি-বিক্রি চক্রের অন্যতম পাণ্ডা ধৃত কুন্তল ঘোষই প্রথম এই নামটি সামনে এনেছিলেন। নিয়োগ দুর্নীতি অভিযুক্ত গোপাল দলপতির স্ত্রী এই হৈমন্তী। শনিবারই গোপাল দাবি করেছিলেন, তাঁর স্ত্রী হৈমন্তী নিয়োগ দুর্নীতিতে জড়িত নয়। এবার মুখ খুললেন খোদ হৈমন্তীর মাও। তিনিও মেয়েকে নির্দোষ বলেই মনে করেন।

রবিবার নিজের বা়ডিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হৈমন্তীর মা বলেন, ‘ও এখন কোথায় আছে জানি না। ওঁর সঙ্গে কোনও যোগাযোগও নেই। এসব শোনার পরে কার ভালো লাগবে? আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। নিজের পছন্দে বিয়ে করেছে ও। ওর ব্যাপারটা ও বুঝবে।’

আরও পড়ুন- পাহাড়ের কোলে ঘুমিয়ে ছোট্ট গ্রাম, উত্তরবঙ্গের এপ্রান্তের অসাধারণ শোভা ভাষায় প্রকাশ কঠিন!

তবে তাঁর মেয়েকে ফাঁসানো হচ্ছে বলেই মনে করেন প্রৌঢ়া। তাঁর কথায়, ‘ও নির্দোষ। শুনলাম যে ও সামনে আসবে, সব বলবে। এতে তো অন্য লোকেরা মজা লুটছে। মেয়ে সময়মতো সামনে আসবে এবং কথাও বলবে। আমার মেয়ে ওরকম মেয়ে নয়। দুই সপ্তাহ আগে একবার যোগাযোগ হয়েছিল।’

আরও পড়ুন- ‘ও বড্ড ইনোসেন্ট’, হৈমন্তীর সঙ্গে সম্পর্ক খোলসা করে বললেন গোপাল

উল্লেখ্য, কুন্তল ঘোষ হৈমন্তীর নাম নিয়োগ দুর্নীতিতে সামনে আনার পর থেকেই এই তরুণীকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। এখনও পর্যন্ত হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের হদিশ মেলেনি। হৈমন্তীর সঙ্গে বিয়ে হয়েছিল গোপাল দলপতির। তবে এখন তাঁদের ডিভোর্সের প্রক্রিয়া চলছে। এই গোপালও হৈমন্তীকে নির্দোষ বলেই দাবি করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যোগাযোগ করতে পারছি না। ও নিশ্চয়ই সব বলবে। আমিও চেষ্টা করব ওর সঙ্গে কথা বলতে।’ কুন্তল ঘোষ হৈমন্তীকে ফাঁসানেরা চেষ্টা করছে বলে দাবি গোপালের।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Wb ssc scam haimanti ganguly cbi gopal dalapati