SSC Recruitment Scam:অবশেষে SSC ভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তবে এসএসসি ভবন থেকে ঘেরাও কর্মসূচি তুলে নেওয়া হলেও আন্দোলনের পথ থেকে সরছেন না তাঁরা। এবার আগামী দু'দিন কলকাতার শহিদ মিনারের কাছে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। আগামী সোমবার থেকেই আন্দোলনকারীরা স্কুলে ফিরছেন।
আপাতত সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে থেকে অবস্থান আন্দোলন তুললেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন, আপাতত SSC ভবনের সামনে থেকে অবস্থান আন্দোলন তুলে নিলেন তাঁরা। তবে এই ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হলেও আন্দোলন থেকে তাঁরা এখনই সরছেন না বলেও জানিয়েছেন।
আগামী ২ দিন শহিদ মিনারের কাছে তাদের অবস্থান আন্দোলন চলবে। আগামী সোমবার থেকে তারা স্কুলে যোগ দেবেন বলে জানিয়েছেন। আপাতত গরমের ছুটির আগে পর্যন্ত তারা স্কুলে ক্লাস করাবেন বলেও জানিয়ে দিয়েছেন। তবে গরমের ছুটি পড়ে গেলে তাঁরা আরও বেশ কয়েকটি কর্মসূচি নেবেন।
আরও পড়ুন- West Bengal News Live:পহেলগাঁওয়ের জঙ্গিদের ঢালাও সমর্থন, গ্রেফতার করা হল বিধায়ককে
এদিন আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, স্কুল শিক্ষা দফতর থেকে ইতিমধ্যেই জেলায়-জেলায় DI অফিসগুলিতে 'দাগী' নন এমন প্রায় ১৭ হাজার শিক্ষক-শিক্ষিকার নাম পাঠানো হয়েছে। তালিকায় অনেক 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকার নাম নেই বলেই দাবি করেছেন আন্দোলনকারীরা। স্কুল শিক্ষা দফতরকে সেই নামগুলি পুনরায় তালিকায় তোলার জন্য তাঁরা দু'দিন সময় দিচ্ছেন। এই দু'দিনের মধ্যে সেই সমস্ত নাম তালিকায় তোলা হলে আগামী সোমবার থেকেই স্কুলে ফিরতে চান শিক্ষক-শিক্ষিকারা।
আরও পড়ুন- BSF jawan: বাংলার জওয়ানকে আটক করেছে পাকিস্তান আর্মি, রিষড়ার বাড়িতে উৎকণ্ঠায় পরিবার
তবে SSC ভবনের সামনে থেকে এই ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হলেও আন্দোলনের পর থেকে তাঁরা সরবেন না বলে স্পষ্ট করে আরও একবার জানিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। গরমের ছুটির মধ্যে চাকরি বহালের দাবিতে তাঁরা একাধিক কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।