Indian soldier PK Sau detained by Pakistan: ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনার মধ্যেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। রিষড়ার বাসিন্দা এবং BSF (সীমান্ত সুরক্ষা বাহিনী)-এর জওয়ান পিকে সাউ-কে পাকিস্তান সেনাবাহিনী আটক করেছে বলে সূত্রে জানা গেছে।
পিকে সাউ হুগলি জেলার রিষড়া এলাকার বাসিন্দা। তিনি গত কয়েক বছর ধরে সীমান্তে নিযুক্ত ছিলেন। কীভাবে এবং ঠিক কোন পরিস্থিতিতে তিনি পাকিস্তানের সেনাদের হাতে পড়েছেন, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যরা পিকে সাউ-এর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এরপরই বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রিষড়া এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়েছে। যদি প্রমাণিত হয় যে তিনি দুর্ঘটনাবশত সীমান্ত অতিক্রম করেছিলেন, তাহলে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনা হবে। তবে পাকিস্তান যদি অন্য কোনও উদ্দেশ্যে এই ঘটনাকে ব্যবহার করে, তাহলে তা দুই দেশের সম্পর্কে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন- West Bengal News Live:পহেলগাঁওয়ের জঙ্গিদের ঢালাও সমর্থন, গ্রেফতার করা হল বিধায়ককে
এদিকে, এই ঘটনায় পাক সেনার হাতচে আটক জওয়ানের রিষড়ার বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে। যদিও তাঁরা আশাবাদী যে ভারত সরকারের উদ্যোগে শীঘ্রই তাঁদের ঘরের ছেলে ঘরে ফিরবেন। অপহৃত জওয়ানের দাদা বলেন, "কেন্দ্রীয় সরকার সাহায্য করছে। আমরা আশাবাদী ঘরের ছেলে ঘরে ফিরবে। পাকিস্তান সীমান্তে ডিউটি করছিল ভাই। ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসেছিল। সেই সময় পাকিস্তান আর্মি ওকে ধরে নিয়ে চলে যায়। BSF-এর দফতর থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। ২৪ নং ব্যাটেলিয়ন ওকে ফেরাতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে।"
আরও পড়ুন- Pahalgam Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদ, ইসলাম ধর্ম ত্যাগ স্কুল-শিক্ষকের
ওই জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন, "ওর বন্ধু ফোন করেছিল। উনি বললেন পাকিস্তানের লোকজন ওঁকে কিডন্যাপ করেছে। উনি অন-ডিউটি ছিলেন। আমার সঙ্গে পরশু রাতে শেষবার কথা হয়েছে। ও ঠিকভাবে ফিরে আসুক বাড়িতে, এটাই চাই।"
আরও পড়ুন- Bangladeshi politics: বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়! নতুন দল তৈরির পথে অভিনেতা ইলিয়াস কাঞ্চন