প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডি-র। একটানা ২৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিয়ে বেশ কিছু নথি উদ্ধার ইডির আধিকারিকদের। সূত্র মারফত জানা গিয়েছে, বাড়িতেই পার্থ চট্টোপাধ্যায়কে আলাদা ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির আধিকারিকরা। তবে একটানা জিজ্ঞাসাবাদে অসুস্থ বোধ করায় দুই চিকিৎসককে নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রীর বাড়িতে।
নিয়োগ দুর্নীতি মামলায় বেনজির অভিযান ইডির। এসএসসি দুর্নীতি মামলায় গতকালই রাজ্যের ১৪ জায়গায় অভিযানে যান ইডির অফিসাররা। নাকতলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি-র অফিসাররা ঢোকেন শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ।
সেই থেকে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। ইতিমধ্যেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যয়ারে বাড়িতে মিলেছে টাকার পাহাড়। এখনও পর্যন্ত অর্পিতার বাড়ি থেকে ২১ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে মিলেছে ৫০ লক্ষেরও বেশি টাকার সোনা। বিপুল পরিমাণ টাকা-সোনা উদ্ধার নিয়ে অর্পিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেও পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা।
আরও পড়ুন- পার্থ ঘনিষ্ঠ মহিলার ফ্ল্যাট থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধার করল ইডি, কে এই অর্পিতা মুখোপাধ্যায়?
তবে ইডি সূত্রে জানা গিয়েছে, তাঁদের একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী। তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করছেন না বলেই জানিয়েছেন ইডির আধিকারিকরা। এর আগে এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে দু'বার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
এবার তাঁর বাড়িতে হানা দেয় ইডি। তদন্তকারীরা মনে করছেন বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন পার্থবাবু। তবে কি শেষমেশ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের সিদ্ধান্ত নেবেন ইডির আধিকারিকরা?