WBBSE Madhyamik 10th Result Somdutta Samanta Kolkata Topper: এবারের মাধ্যমিক পরীক্ষায় কলকাতায় প্রথম সোমদত্তা সামন্ত (Somdutta Samanta)। তাকলাগানো এই সাফল্য ঝুলিতে পুরেও পা মাটিতেই কিশোরীর। মেধাতালিকায় (Madhyamik 2024 Nerit List) দশম হয়েছে কলকাতার কমলা গার্লস স্কুলের (Kamala Girls School) এই কৃতী ছাত্রী। মাধ্যমিক পরীক্ষায় এবারেও জয়জয়কার জেলার। তবে পাশের হারে তিন নম্বর স্থানে রয়েছে শহর কলকাতা।
৬৮৪ নম্বর পেয়ে সারা রাজ্যে দশম ও কলকাতায় প্রথম সোমদত্তা সামন্ত (Madhyamik 2024 Kolkata Topper)। ছোটবেলা থেকেই অঙ্কের প্রতি বিশেষ আগ্রহ ছিল সোমদত্তার। আজ সকাল থেকে বাড়ির প্রত্যেকের সঙ্গেই টিভির পর্দায় চোখ ছিল কৃতী কন্যার। মাধ্যমিকের ফল প্রকাশ হতেই গোটা পরিবারে উচ্ছ্বাসের স্রোত বয়ে যায়। নজিরবিহীন সাফল্য পেয়েছে বাড়ির মেয়ে।
আরও পড়ুন- Madhyamik Result 2024 Toppers: এবারের মাধ্যমিকে প্রথম দশে কারা? ঝটপট দেখুন সম্পূর্ণ মেধাতালিকা
এই খবর ছড়িয়ে পড়তেই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জড়ো হন সোমদত্তাদের বাড়িতে। হাসিমুখে সাংবাদিকদের নিজের সাফল্যের পিছনের জার্নিটার কথা বলেন সোমদত্তা। মাধ্যমিকের গণ্ডি সাফল্যের সঙ্গে টপকে এবার উচ্চ মাধ্যমিকের জন্যও নিজেকে গড়ে তুলতে প্রত্যয়ী প্রতিভাবান এই মেয়েটি।
সোমদত্তার কথায়, "রুটিন ধরে কোনও দিনও পড়িনি। যখন ভালো লাগত পড়তাম। তবে পড়া ফেলে রাখতাম না। আমার মা অনুপ্রেরণা দিয়েছেন। পড়তে বসতে কখনও বকাবকি শুনতে হয়নি। কেউ জোরও করত না। রোজের পড়া রোজ শেষ করেছি। কখনও পরীক্ষায় কম নম্বর পেলেও উৎসাহ দিয়েছেন মা।" মাধ্যমিকে এমন বেনজির সাফল্যের শিখর স্পর্শ করে এবার লক্ষ্য উচ্চ মাধ্যমিক। দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও সাফল্যের চূড়ায় পৌঁছোতে প্রত্যয়ী এই কৃতী কন্যা।
রাজ্যে এবারও মাধ্যমিকে তাকলাগানো ফল জেলার স্কুলগুলির। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে এবারের মাধ্যমিকের কৃতীরা। মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ। মেধাতালিকায় (Madhyamik 2024 Result Merit List) প্রথম দশে রয়েছেন মোট ৫৭ জন কৃতী পড়ুয়া। মেধাতালিকায় ছেলেদের সংখ্যা ৪৫ জন ও মেয়েদের সংখ্যা ১২ জন।