/indian-express-bangla/media/media_files/2025/05/02/PMyEDepILDdJxfV4qbVi.jpg)
Madhyamik result 2025: মাধ্যমিকে রাজ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম ঈশানী চক্রবর্তী।
WB Madhyamik result 2025: প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম ১০-এ রয়েছে ৬৬ জন। মেয়েদের মধ্যে মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য প্রথম ঈশানী চক্রবর্তী। এবারের মাধ্যমিকের মেধাতালিকায় সার্বিকভাবে তৃতীয় স্থানে রয়েছেন কৃতী এই ছাত্রী। গগনচুম্বী এই সাফল্য মুঠোয় পুরে স্বভাবতই আনন্দে আপ্লুত বাঁকুড়ার কোতুলপুরের এই ছাত্রী। পরীক্ষায় ভালো রেজাল্ট করার ব্যাপারে আত্মবিশ্বাস বরাবরই ছিল তার। তবে একেবারে তৃতীয় স্থানে তার নাম উঠে আসবে তা কল্পনাও করেননি এই পড়ুয়া।
বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। এবারের মাধ্যমিকে রাজ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম এই কৃতি ছাত্রীর প্রাপ্ত নম্বর ৬৯৩। ঈশানীর কথায়, "বিজ্ঞান নিয়ে ভবিষ্যতে গবেষণা করার ইচ্ছা আছে। পড়াশোনার জন্য আলাদা করে ধরা বাধা কোনও সময় রাখিনি। আজ আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে আমার মা-বাবার। শিক্ষক-শিক্ষিকারাও সর্বতোভাবে পাশে ছিলেন।"
মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। সংবাদমাধ্যমে এদিন আদৃত বলেছে, "পড়াশোনা নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। মেডিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। চিকিৎসক হতে চাই। তবে আগামী দু'বছর অন্য কোনও লাইনে উৎসাহ তৈরি হলে সেই লক্ষ্যে এগোব। ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসতাম। ভেবেছিলাম। ভেবেছিলাম ভালো রেজাল্ট করব। এক থেকে দশের মধ্যে থাকব, এটা ভেবেছিলাম। তবে রাজ্যে প্রথম হব এটা ভাবিনি। আমার পছন্দের বিষয় বায়োলজি। তবে অন্য বিষয়গুলির প্রতিও ঝোঁক ছিল।"
মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্র অনুভবের প্রাপ্ত নম্বর ৬৯৪। লেখাপড়ার পাশাপাশি গানবাজনার প্রতিও দারুণ ঝোঁক অনুভবের। তাঁর কথায়, "গান, ছবি আঁকা পছন্দ করি। আমার পছন্দের বিষয় পদার্থবিদ্যা ও অঙ্ক। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। বাবা-মা ও স্কুলের শিক্ষকদের থেকে দারুণ সাহায্য পেয়েছি। আমিও বাধা ধরা নিয়ম মেনে পড়িনি। যখন ভালো লাগত, তখন পড়তাম। বাবা-মা খুব খুশি। স্কুল থেকেও ফোন পেয়েছি। শিক্ষকরা যা বলেছেন সেগুলি পড়তে হবে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই। এবার আরও পরিশ্রম করতে হবে। ইতিমধ্যেই একাদশের পড়াশোনা শুরু হয়ে গেছে।"
আরও পড়ুন- Madhyamik result 2025: মাধ্যমিকে দ্বিতীয় মালদার অনুভব, এবার কী নিয়ে এগোতে চায় কৃতী এই ছাত্র?