/indian-express-bangla/media/media_files/2025/05/02/v0eRlROSh6C7cAW8VQOX.jpg)
West Bengal Madhyamik Result 2025: মাধ্যমিকে দ্বিতীয় অনুভব বিশ্বাস।
WB Madhyamik result 2025: প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গত বছরের চেয়ে এবার মাধ্যমিকে বেড়েছে পাশের হার। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন মালদার অনুভব বিশ্বাস। মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্র অনুভবের প্রাপ্ত নম্বর ৬৯৪।
মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন শুনে প্রথমটায় বিশ্বাসই করতে পারছিলেন না এই কৃতী পড়ুয়া। স্বভাবতই এমন কৃতিত্বের শিখর ছুঁয়ে আনন্দে আত্মহারা এই ছাত্র। আগামী দিনে একজন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে অনুভব। সংবাদমাধ্যমকে তার প্রতিক্রিয়ায় অনুভব বলেছেন, "খুব ভালো লাগছে। ৬৯৪ পেয়ে দ্বিতীয় হয়েছি এটা বিশ্বাসই করতে পারছি না। ১০-১২ ঘন্টা করে পড়াশোনা করতাম।"
অনুভব আরও বলেছে, "গান, ছবি আঁকা পছন্দ করি। আমার পছন্দের বিষয় পদার্থবিদ্যা ও অঙ্ক। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। বাবা-মা ও স্কুলের শিক্ষকদের থেকে দারুণ সাহায্য পেয়েছি। আমিও বাধা ধরা নিয়ম মেনে পড়িনি।"
অনুভবের কথায়, "যখন ভালো লাগত, তখন পড়তাম। বাবা-মা খুব খুশি। স্কুল থেকেও ফোন পেয়েছি। শিক্ষকরা যা বলেছেন সেগুলি পড়তে হবে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই। এবার আরও পরিশ্রম করতে হবে। ইতিমধ্যেই একাদশের পড়াশোনা শুরু হয়ে গেছে।"
আরও পড়ুন- WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে মেধাতালিকার সেরা দশে ৬৬, প্রথম রায়গঞ্জের আদৃত সরকার