WB Madhyamik result 2025: প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই বছর মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকার প্রথম দশে রয়েছেন মোট ৬৬ জন। এই বছর মাধ্যমিকে প্রথম স্থান পেয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের কৃতী ছাত্র আদৃত সরকার। আৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪৩%) রাজ্যে মাধ্যমিকে সেরার সেরা হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছে এই কৃতী ছাত্র।
সংবাদমাধ্যমে এদিন আদৃত বলেছে, "পড়াশোনা নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। মেডিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। চিকিৎসক হতে চাই। তবে আগামী দু'বছর অন্য কোনও লাইনে উৎসাহ তৈরি হলে সেই লক্ষ্যে এগোব। ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসতাম। ভেবেছিলাম। ভেবেছিলাম ভালো রেজাল্ট করব। এক থেকে দশের মধ্যে থাকব, এটা ভেবেছিলাম।
তবে রাজ্যে প্রথম হব এটা ভাবিনি। আমার পছন্দের বিষয় বায়োলজি। তবে অন্য বিষয়গুলির প্রতিও ঝোঁক ছিল।"
আরও পড়ুন- WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে মেধাতালিকার সেরা দশে ৬৬, প্রথম রায়গঞ্জের অদৃত সরকার
আৃতের কথায়, "পড়াশোনার ক্ষেত্রে বাধা ধরা কোনও শিডিউল ছিল না। বাবা, মা, দিদি, স্কুলের স্যার, প্রাইভেট টিউটর সবার অবদান রয়েছে। সাহিত্যের প্রতি বিশেষ ভালোবাসা আছে। ছোট থেকে সময় পেলেই গল্পের বই পড়তাম। আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরও বলব বাধা ধরা কোনও শিডিউল ফলো না করলেও সাফল্য মেলে। আমি গড়ে ৮-১০ ঘণ্টা পড়তাম।"