WBBSE Madhyamik result Highlight: সাত বছর আগে প্রয়াত মা, কাকে সাফল্য উৎসর্গ করল মাতৃহারা মহম্মদ সেলিম?

WBBSE WB Madhyamik result 2025 Highlights: মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা ২ মে সকাল ৯:৪৫ টা থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং Indian Express-এ তাদের ফলাফল দেখতে পারবেন।

WBBSE WB Madhyamik result 2025 Highlights: মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা ২ মে সকাল ৯:৪৫ টা থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং Indian Express-এ তাদের ফলাফল দেখতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
selim madhyamik

সাত বছর আগে প্রয়াত মা, কাকে সাফল্য উৎসর্গ করল মাতৃহারা সেলিম?

WB Madhyamik result 2025 Highlights: ইস্পাতকঠিন জেদেই মাধ্যমিকে দুরন্ত বিজয়! মাধ্যমিকে চতুর্থ মহম্মদ সেলিম। এই সাফল্য কৃতী পড়ুয়া তার মামাকে উৎসর্গ করেছেন। সেলিমের মা বিগত সাত বছর আগে প্রয়াত হয়েছেন। ছোট থেকেই মামার বাড়িতে মানুষ। মাতৃহারা সেলিমের এহেন সাফল্যে চোখে জল মামার। 

Advertisment

মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের বিশেষ শুভেচ্ছাবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে - এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব: হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই। তোমাদের সকলকে আরো একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে"। 

প্রকাশিত হল মাধ্যমিকের (WBBSE) ফল। আজ ২ মে, সকাল ৯ টায় এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের লিঙ্ক সকাল ৯:৪৫ টায় 'লাইভ' হয়। প্রার্থীরা স্কুল থেকে সকাল ১০ টায় মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে শুরু করেছেন। এই বছর, পাসের হার ৮৬.৫৭%। ফলাফলের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। যেখানে পাসের হার ৯৬.৪৬ শতাং। দ্বিতীয় কালিম্পং, কলকাতা তৃতীয়।  মাধ্যমিকে রাজ্যে প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। যুগ্মভাবে দ্বিতীয় অনুভব বিশ্বাস, সৌম্য পাল। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৭ শতাংশ। 

Advertisment

এক নজরে টপারদের তালিকা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদৃত সরকার ৭০০ নম্বরের মধ্যে ৬৯৬ নম্বর পেয়ে রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে। 

যুগ্মভাবে দ্বিতীয় মালদহের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া উচ্চ বিদ্যালয়ের সৌম্য পাল। দুজনের প্রাপ্ত নম্বর ৬৯৪।  

বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী ৬৯৩ নম্বর (৯৯%) পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।

এভাবে দেখুন ফলাফল

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in- যান।
  • হোমপেজে দেওয়া “West Bengal Madhyamik Result 2025” লিঙ্কে ক্লিক করুন।
  • এখন একটি নতুন পেজ আপনার সামনে খুলবে, যেখানে আপনাকে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ এন্টার করতে হবে।
  • তারপর Submit অথবা View Result বাটনে ক্লিক করুন।
  • আপনার মার্কশিট স্ক্রিনে দেখা যাবে।
  • ফলাফল ডাউনলোড করুন।

ফলাফল জানা যাবে IE Bangla-তে-ও

ক্লিক করে সরাসরি চেক করুন ফলাফল 

 

  • May 02, 2025 12:44 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মঙ্গলকোটের মেয়ের তাকলাগানো ফল

    পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কাশেমনগর বি এন টি পি গার্লস হাই স্কুলের ছাত্রী স্বাগতা সরকার এবছর মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নাম্বার পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে। তার ইচ্ছা সে বড় হয়ে ডাক্তারি পড়বে। তার এই সফলতা এসেছে বিদ্যালয়ের শিক্ষিকা গৃহ শিক্ষক ও পরিবারের সকলের সহযোগিতায় বলে জানাই স্বাগতা। 
    পড়াশোনার ফাঁকে ফাঁকে সে মাকে নানান কাজে সাহায্য করত। তার মা প্রাইমারি স্কুলের টিচার। স্বাগতার দাদু সুব্রত কুমার সরকার তিনি এক্স আর্মি। তিনি জানান আমরা স্বাগতাকে কোন চাপ দিয়ে পড়াশোনা করাতাম না।
     তার ইচ্ছা মতো সে পড়াশোনা করত। তবে অধিকাংশ সময়ে সে পড়াশোনাতে ব্যয় করতো। তার এই সফলতায় আমরা খুব খুশি।



  • May 02, 2025 11:26 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মেধা তালিকায় প্রথম দশে ৬৬, কোন জেলায় কতজন?

    প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫-এর ফলাফল  প্রথম তিন জেলার মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। পাসের হার ৯৬.৪%। এর পর দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং পাসের হার ৯৬.০৯%। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ৯২.৩%। 

    মেধাতালিকায় স্থান পেয়েছে মোট ৬৬ জন। এর মধ্যে বাঁকুড়ার ১১ জন। বীরভূম, মালদা, পূর্ব মেদিনীপুরের সাতজন। হুগলি, পূর্ব বর্ধমানের ৬ করে। সাউথ ২৪ পরগনার পাঁচজন, উত্তর দিনাজপুরের চারজন, পশ্চিম মেদিনীপুরের তিনজন। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরের নর্থ ২৪ পরগনার ২ জন করে। কলকাতা ও নদীয়ার একজন করে প্রার্থী রয়েছেন।



  • May 02, 2025 11:07 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: টপ তিনে কলকাতা

    প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫-এর ফলাফল  প্রথম তিন জেলার মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। পাসের হার ৯৬.৪%। এর পর দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং পাসের হার ৯৬.০৯%। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ৯২.৩%। 



  • May 02, 2025 11:01 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে প্রথম হওয়ার টপ সিক্রেট জানাল আদৃত

    মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত সরকার। সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত সে। সংবাদ মাধ্যমকে আদৃত জানিয়েছে "আমি কোনও দৈনন্দিন রুটিনে আটকে না থেকে যখন ইচ্ছা হত তখন পড়াশুনা করতাম। আমার বাবা-মা, দিদি এবং শিক্ষকরা আমাকে অনেক সাহায্য করেছিলেন। আমি মেডিকেল স্ট্রিম নিয়ে ভবিষ্যতে এগোতে চাই,"।  



  • May 02, 2025 10:44 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: result.wbbsedata.com এখনও খুলছে না? ফলাফল দেখুন indianexpress.com -এ

    wbbse.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও, মাধ্যমিকের ফলাফল দেখুন education.indianexpress.com এবং iresults.net/wbbse-app মোবাইল অ্যাপ্লিকেশনে।  পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফলাফল চেক করুন 
    WB রোল নম্বর লিখে পাঠান 5676750 নম্বরে। 



  • May 02, 2025 10:36 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: সামান্য হলেও বাড়ল পাসের হার

    • ২০২৫ – ৮৬.৫৬%
    • ২০২৪ – ৮৬.৩১%
    • ২০২৩ – ৮৬.১৫%
    • ২০২২ – ৮৬.৬০%
    • ২০২১ – ১০০%
    • ২০২০ – ৮৬.৩৪%
    • ২০১৯ – ৮৮.৮৭%



  • May 02, 2025 10:34 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: প্রথম ১০-এ ৬৬ জন

    মেধা তালিকায় মোট ৬৬ জন প্রার্থী স্থান পেয়েছে

    প্রথম স্থান – ১,

    দ্বিতীয় স্থান – ২,

    তৃতীয় স্থান – ১,

    চতুর্থ স্থান – ২,

    পঞ্চম স্থান – ৪,

    ষষ্ঠ স্থান – ৫,

    সপ্তম স্থান – ৫,

    অষ্টম স্থান – ১৬,

    নবম স্থান – ১৪,

    দশম স্থান – ১৬



  • May 02, 2025 10:28 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে দ্বিতীয় মালদার সৌম্য পাল

    প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাপল। গত বছরের চেয়ে এবার বেড়েছে পাশের হার। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন সৌম্য পাল। মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্র সৌম্যের প্রাপ্ত নম্বর ৬৯৪।

    পড়ুন বিস্তারিত - মাধ্যমিকে দ্বিতীয় মালদার সৌম্য পাল, এবার কী নিয়ে এগোতে চায় কৃতী এই ছাত্র?



  • May 02, 2025 10:26 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত, ভবিষ্যতে কী পরিকল্পনা আদৃতের?

    মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। কৃতী পড়ুয়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানেন?

    পড়ুন বিস্তারিত - মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত সরকার, কৃতী পড়ুয়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানেন?

     



  • May 02, 2025 10:10 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: প্রথম দশে কলকাতার এক

    প্রথম দশে কলকাতার এক। বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায় অষ্টম স্থান পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৮।



  • May 02, 2025 10:07 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: পঞ্চম স্থানে রয়েছে চার জন

    চলতি বছর মাধ্যমিকে পঞ্চম হয়েছে চার জন। তাদের মধ্যে রয়েছে সিনচান নন্দী। সিনচান  গৌরহাটি হরদাস ইনস্টিটিউটের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর ৬৯১। পাশাপাশি তালিকায় রয়েছে  কামারপুকুর আর.কে.মিশন মাল্টিপারপাস স্কুলের চৌধুরী মহঃ আসিফ। তার প্রাপ্ত নম্বরও ৬৯১। ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের দীপ্তজিৎ ঘোষ। নরেন্দ্রপুর আর কে মিশন বিদ্যালয়ের সোমতীর্থ করণও পেয়েছে ৬৯১।



  • May 02, 2025 10:03 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে যুগ্ম চুতর্থ কারা?

    মাধ্যমিকে চতুর্থ স্থানে রয়েছে দু’জন। পূর্ব বর্ধমানের মহম্মদ সেলিম এবং পূর্ব মেদিনীপুরের সুপ্রতিক মান্না। তাদের প্রাপ্ত নম্বর ৬৯২।



  • May 02, 2025 10:00 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে প্রথম তিন

    মাধ্যমিকে প্রথম তিন

    • আদৃত সরকার: ৬৯৬– ৯৯.৪৩ শতাংশ
    •  অনুভব বিশ্বাস, সৌম্য পাল: ৬৯৪ – ৯৯.১৪  শতাংশ 
    • ঈশানী চক্রবর্তী, সুপ্রতীক মান্না: ৬৯২-  ৯৯ শতাংশ



  • May 02, 2025 09:43 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় অনুভব বিশ্বাস, সৌম্য পাল

    মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় অনুভব বিশ্বাস, সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪, ৯৯.১৪ শতাংশ। তৃতীয় কোতুলপুর হাইস্কুলের ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। 



  • May 02, 2025 09:34 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: ৯৯.৪৩ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম অদৃত সরকার

    এবারে মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৭ শতাংশ। ৯৯.৪৩ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। প্রথম ১০-এ ৬৬ জনের । পূর্ব মেদিনীপুর পাসের হারের নিরিখে শীর্ষস্থান দখল করেছে। জেলায় পাশের হার ৯৬.৪৬ শতাংশ।



  • May 02, 2025 09:31 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: পূর্ব মেদিনীপুর পাসের হার ৯৬.৪৬ শতাংশ

    পূর্ব মেদিনীপুর পাসের হারের নিরিখে শীর্ষস্থান দখল করেছে। জেলায় পাশের হার ৯৬.৪৬ শতাংশ।



  • May 02, 2025 09:30 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে প্রথম আদৃত

    মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের আদৃত সরকার, (৬৯৬)। দ্বিতীয় অনুভব বিশ্বাস মালদা রামকৃষ্ণ বিদ্যাভবনের ছাত্র অনুভব। দ্বিতীয় সৌম্য পাল বাঁকুড়া বিষ্ণপুর হাইস্কুল। তৃতীয় ইশানী চক্রবর্তী, বাঁকুড়ার কোতুলপুর হাইস্কুলের ছাত্রী।  



  • May 02, 2025 09:26 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে তৃতীয় ঈশানী চক্রবর্তী

    এবারে মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৭ শতাংশ। মাধ্যমিকে তৃতীয় কোতুলপুর হাইস্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। প্রথম ১০-এ ৬৬ জনের ।



  • May 02, 2025 09:25 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

    মাধ্যমিকে পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা। 



  • May 02, 2025 09:22 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: ফলাফলের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর

    গত বছরের তুলনায় বাড়ল পাসের হার। ফলাফলের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর ৯৬.৪৬, দ্বিতীয় কালিম্পং, কলকাতা তৃতীয়।  মাধ্যমিকে রাজ্যে প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার তার প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় অনুভব বিশ্বাস, সৌম্য পাল। মেধা তালিকায় প্রথম দশে ৬৬ জন। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৭ শতাংশ। 



  • May 02, 2025 09:09 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: শুরু সংবাদ সম্মেলন

    মাধ্যমিকের ফল ঘোষণা পর্ষদের। ফল ঘোষণা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের। পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফল প্রকাশ। 



  • May 02, 2025 08:36 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৫-এর ফলাফল

    কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। প্রার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in-এ গিয়ে সরাসরি ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। যদি কোন কারণে ফলাফল ওয়েবসাইটে ফলাফল দেখতে সমস্যা হয় তাহলে এসএমএস, মোবাইল অ্যাপ অথবা 

    মাধ্যমিকের ফল জানতে ক্লিক করুন নিচে দেওয়া লিংকে
    Indian Express:  https://education.indianexpress.com/boards-exam/wbbse-board-results?utm_source=indianexpress&utm_medium=link

    Financial Express: https://education.indianexpress.com/boards-exam/wbbse-board-results?utm_source=financialexpress&utm_medium=link

    IE Bangla: https://education.indianexpress.com/boards-exam/wbbse-board-results?utm_source=iebangla&utm_medium=link

    Jansatta: https://education.indianexpress.com/boards-exam/wbbse-board-results?utm_source=jansatta&utm_medium=link

    এই লিঙ্কগুলিতে ক্লিক করে জানুন ফলাফল। 



  • May 02, 2025 08:28 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: এক নজরে দেখে নেওয়া যাক গ্রেড সিস্টেম

    মাধ্যমিকে পাসের জন্য কমপক্ষে ৩৪% নম্বর পেতে হবে প্রার্থীদের

    • ৯০-১০০: AA – 'Outstanding'
    • ৮০-৮৯: A+ – 'Excellent'
    • ৬০-৭৯: A – 'Very Good'
    • ৪৫-৫৯: B+ – 'Good'
    • ৩৫-৪৪: B – 'Satisfactory'
    • ২৫-৩৪: C – 'Marginal'
    • ২৫ -এর কম: D – 'Disqualified'



  • May 02, 2025 08:24 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: এভাবে দেখুন ফলাফল

    • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in- যান।
    • হোমপেজে দেওয়া “West Bengal Madhyamik Result 2025” লিঙ্কে ক্লিক করুন।
    • এখন একটি নতুন পেজ আপনার সামনে খুলবে, যেখানে আপনাকে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ এন্টার করতে হবে।
    • তারপর Submit অথবা View Result বাটনে ক্লিক করুন।
    • আপনার মার্কশিট স্ক্রিনে দেখা যাবে।
    • ফলাফল ডাউনলোড করুন।



  • May 02, 2025 07:06 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: DigiLocker এও জানুন ফলাফল

    সকাল ৯ টায় ফল ঘোষণা করা হলে, প্রার্থীরা তাদের নম্বর অফিসিয়াল ওয়েবসাইট - wbbse.wb.gov.in এবং wbresults.nic.in - এর পাশাপাশি SMS এবং DigiLocker এর মাধ্যমেও জানতে পারবেন।



  • May 02, 2025 07:02 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মোবাইল অ্যাপ ব্যবহার করেও জানুন ফলাফল

    মোবাইল অ্যাপ - ব্যবহারেও জানুন ফলাফল https://iresults.net/wbbse-app ব্যবহার করেও প্রার্থীরা দশম শ্রেণীর ফলাফল দেখতে পারবেন।



  • May 02, 2025 06:58 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: এক ক্লিকেই জানুন ফলাফল

    ফলাফল দেখতে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in থেকে রোল নম্বর এবং জন্ম তারিখ এন্টার করে মার্কশিট ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।



  • May 02, 2025 06:55 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: গত ৫ বছরে পাসের হার

    গত ৫ বছরে পাসের হার

    ২০২০- ৮৬.৩৪%

    ২০২১- ১০০%

    ২০২২- ৮৬.৬০%

    ২০২৩- ৮৬.১৫%

    ২০২৪- ৮৬.৩১%



  • May 02, 2025 06:53 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: বিগত বছরের জেলা ভিত্তিক ফলাফল

    গত বছর, কোচবিহার, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হুগলি, মালদা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের পরীক্ষার্থীরা শীর্ষ ১০- এর মধ্যে ছিল। জেলাগুলির মধ্যে, কালিম্পং-এর পাসের হার সর্বোচ্চ ৯৬.২৬, তারপরে পূর্ব মেদিনীপুর (৯৫.৪৯) এবং কলকাতা (৯১.৬২)।



  • May 02, 2025 06:50 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: SMS-এর মাধ্যমেও জানুন ফল

    এসএমএসের মাধ্যমেও জন্য যাবে ফলাফল 

    মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে নিম্নলিখিত ফর্ম্যাটে মেসেজ পাঠান:

    ধাপ ১: WB 10 রোল নম্বরটি 56070/56263 নম্বরে পাঠান।

    ধাপ ২: WBBSE একই মোবাইল নম্বরে বিস্তারিত ফলাফল পাঠাবে।



  • May 02, 2025 06:43 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: আজ সকাল ৯ টায় ফল ঘোষণা

    আজ সকাল ৯:০০ টায় ফল ঘোষণা করা হবে। পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে ২রা মে সকাল ৯টায় মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে।



  • May 02, 2025 06:38 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: কীভাবে দেখবেন রেজাল্ট?

    ধাপ ১: প্রথমে পশ্চিমবঙ্গ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://wbchse.wb.gov.in/ দেখুন।

    ধাপ ২: হোমপেজে রেজাল্ট' লিঙ্কে ক্লিক করুন।

    ধাপ ৩: একটি নতুন পেজ খুলবে, এখানে 'WB Madhyamik Examination Result 2025' লিঙ্কে ক্লিক করুন।

    ধাপ ৩: এখানে লগইন ডিটেইল এন্টার করুন এবং সাবমিট-এ ক্লিক করুন।

    ধাপ ৪: আপনার মাধ্যমিক রেজাল্ট ২০২৫ স্ক্রিনে প্রদর্শিত হবে। 

    ধাপ ৫: মার্কশিট ডাউনলোড করুন এবং একটি প্রিন্টআউট নিন।



  • May 02, 2025 06:33 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: এক নজরে দেখে নিন গত বছর পাশের হার

    গত বছর (২০২৪ সালে) মাধ্যমিকের ফলাফল ২রা মে ঘোষণা করা হয়েছিল। মোট ৯,২৩,০১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং মোট পাসের হার ছিল ৮৬.৩১%। ২০২৩ সালের ফলাফল ১৯ মে ঘোষণা করা হয়েছিল, যেখানে ছয় লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং পাশের হার ছিল ৮৬.১৫%।



  • May 02, 2025 06:33 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: কটা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন প্রার্থীরা?

    শুক্রবার সকাল ৯:৪৫ মিনিট থেকে wbbse.wb.gov.in ওয়েবসাইটে অনলাইনে প্রার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেনা। এছাড়াও, স্কুলগুলি থেকে এদিন সকাল ১০:০০ টা থেকে শুরু হবে মার্কশিট এবং পাস সার্টিফিকেট বিতরণ



  • May 01, 2025 21:09 IST

    WBBSE Madhyamik result 2025 LIVE: মাধ্যমিকের ফল জানতে ক্লিক করুন নিচে দেওয়া লিংকে


    Indian Express:  https://education.indianexpress.com/boards-exam/wbbse-board-results?utm_source=indianexpress&utm_medium=link

    Financial Express: https://education.indianexpress.com/boards-exam/wbbse-board-results?utm_source=financialexpress&utm_medium=link

    IE Bangla: https://education.indianexpress.com/boards-exam/wbbse-board-results?utm_source=iebangla&utm_medium=link

    Jansatta: https://education.indianexpress.com/boards-exam/wbbse-board-results?utm_source=jansatta&utm_medium=link



Madhyamik 2025 madhyamik result Madhyamik result 2025