WBCHSE 12th Result 2025: কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের ফল? মার্কশিট ও শংসাপত্রই বা মিলবে কবে থেকে?

WBCHSE 12th Result 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৭ মে ২০২৫ তারিখে দুপুর ১২:৩০ টায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করা হবে। ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল দুপুর ২টা থেকে অনলাইনে দেখতে পারবেন।

WBCHSE 12th Result 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৭ মে ২০২৫ তারিখে দুপুর ১২:৩০ টায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করা হবে। ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল দুপুর ২টা থেকে অনলাইনে দেখতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
12th result 2025 out on 7th may see how to check

কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের ফল? মার্কশিট ও শংসাপত্রই বা মিলবে কবে থেকে?

WBCHSE 12th Result 2025: কবে প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল? অবশেষে দিনক্ষণ জানিয়ে বিরাট ঘোষণা। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) জানিয়েছে, আগামী ৭ই মে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। এক বিজ্ঞপ্তিতে একথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisment

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) সূত্রে খবর, আগামী ৭ ই মে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। ওইদিন দুপুরেই অনলাইনে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন। ফল প্রকাশের পর প্রার্থীরা তাদের রোল নম্বর এবং জন্ম তারিখ এন্টার করে পরীক্ষার ফল দেখতে পারবেন। রেজাল্ট দেখা যাবে wbchse.wb.gov.in এবং wbresults.nic.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়াও, প্রার্থীরা ফলাফল indianexpress.com ওয়েবসাইটেও বিনামূল্যে দেখতে পাবেন।

আগামী ৭ই মে দুপুর ১২:৩০ টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীরা result.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি, DigiLocker মোবাইল অ্যাপ্লিকেশন অথবা results.digilocker.gov.in ওয়েবসাইট থেকেও ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ৮ই মে সকাল ১০ টা থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে।

ভক্তির জোয়ারে ভাসছে সৈকত শহর, আগামীকালই দীঘা জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, আজ দিনভর বিশেষ অনুষ্ঠান

Advertisment

কীভাবে দেখবেন দ্বাদশের রেজাল্ট?

১. প্রথমে WBCHSE-এর অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in-এ যান।
২. হোমপেজে থাকা "WBCHSE 12th Result 2025" লিঙ্কে ক্লিক করুন।
৩. আপনার রোল নম্বর সঠিকভাবে প্রবেশ করান এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
৪. কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে আপনার রেজাল্ট দেখা যাবে।
৫. ভবিষ্যতের জন্য রেজাল্টের একটি স্ক্রিনশট নিন অথবা প্রিন্টআউট করে সংরক্ষণ করুন।

কবে পাবেন মার্কশিট ও শংসাপত্র 

ছাত্রছাত্রীদের মার্কশিট এবং শংসাপত্র ৮ মে ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট স্কুলগুলি থেকে বিতরণ করা হবে। সংসদ সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের অনুরোধ করেছে, যেন একই দিনে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। 

HS result