WBJEE Result 2024-Kingshuk Patra: এবারের জয়েন্ট এন্ট্রান্সে আবারও তাক লাগানো সাফল্য মুঠোয় পুরেছেন জেলার পড়ুয়ারা। জয়েন্টেও জেলার জয়জয়কার। এবারের জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংশুক পাত্র। নজরকাড়া এই সাফল্য ঝুলিতে পুরেও পা মাটিতেই কৃতী পড়ুয়ার। জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র কিংশুক। পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ তাঁর ছোটোবেলা থেকেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭৭ নম্বর পেয়েছিলেন কিংশুক। জয়েন্টে ভালো ফল করার খিদেটা আগেই জন্মে গিয়েছিল মনের মধ্যে। ইস্পাতকঠিন জেদ নিয়ে এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন এই মেধাবী পড়ুয়া।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন বাঁকুড়ার কিংশুক পাত্র। ডাক্তারি না ইঞ্জিনিয়ারিং? আগামী দিনে কোন পথে এগোবেন কিংশুক? এ প্রশ্নের উত্তরে অবশ্য এখনও যুৎসই কোনও জবাব দেননি তিনি। শুধু জানিয়েছেন, সেসব এখনও ঠিক করেননি।
আরও পড়ুন- Eastern Railway: বেড়াতে যাওয়ার হিড়িক বাড়তেই অকল্পনীয় উদ্যোগ রেলের! ভ্রমণরসিকরা আহ্লাদে আটখানা হবেনই!
উল্লেখ্য, এবারে জয়েন্ট এট্রান্স পরীক্ষায় প্রথম দশের মধ্যে চারজন কৃতী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। CBSE বোর্ডের রয়েছেন চারজন। এছাড়াও CISCE বোর্ড থেকেও জয়েন্টের প্রথম দশে রয়েছেন দুই পড়ুয়া। এবছর মোট ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা হয়েছিল চলতি বছরের ২৮ এপ্রিল।
আরও পড়ুন- Eastern Railway: যুগান্তকারী উদ্যোগ রেলের! অভাবনীয় পদক্ষেপে বাংলার পর্যটনে নতুন দিগন্ত খুলে যাবে