WBSSC: সন্ধ্যার মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ! কত জনের নাম রয়েছে এই লিস্টে?

WBSSC: আর কিছুক্ষণের মধ্যেই 'অযোগ্যদের' তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম নির্দেশ মেনে আজ শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করবে কমিশন।

WBSSC: আর কিছুক্ষণের মধ্যেই 'অযোগ্যদের' তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম নির্দেশ মেনে আজ শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করবে কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
WBSSC

আর কিছুক্ষণের মধ্যেই 'অযোগ্যদের' তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

WBSSC: আর কিছুক্ষণের মধ্যেই 'অযোগ্যদের' তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম নির্দেশ মেনে আজ শনিবার সন্ধ্যার মধ্যেই দাগিদের তালিকা প্রকাশ করবে কমিশন। এদিন দুপুর তিনটে ২০ মিনিট নাগাদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এসএসসি দফতরে প্রবেশ করেন। আশা করা হচ্ছে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এরপরই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসএসি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে বলা হয়েছিল একজনও অযোগ্যও যেন পুনরায় এসএসসি পরীক্ষায় না বসতে পারেন। অবিলম্বে সেই নির্দেশ মেনে আজই অযোগ্যদের তালিকা প্রকাশ হতে চলেছে। 

Advertisment

স্কুল সার্ভিস কমিশন (WBSSC) অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টে গতকালই বিরাট আশ্বাস দিয়েছিল। কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন, প্রায় ১,৯০০ জন অযোগ্য প্রার্থীর তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এর আগে ডিভিশন বেঞ্চ কমিশনকে সাত দিনের মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

আসন্ন ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনওভাবেই অযোগ্য প্রার্থীদের বসতে দেওয়া হবে না বলে সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে SSC। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, তালিকা তৈরির সময় কোনও ত্রুটি বা অনিয়ম হলে হস্তক্ষেপ করবে শির্ষ আদালত।

Advertisment

শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ কমিশনের কাছে আনুমানিক সংখ্যা জানতে চাইলে SSC জানায়, সিবিআই তদন্তে প্রায় ১,৯০০ জন প্রার্থীকে 'দাগি' হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

অন্যদিকে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কমিশন। জানা গিয়েছে, গ্রুপ সি-তে ২,৯৮৯টি পদ এবং গ্রুপ ডি-তে ৫,৪৮৮টি পদে নিয়োগ হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রায় ২৬,০০০ শিক্ষক ও কর্মীর নিয়োগ বাতিল করেছিল। শূন্য পদগুলি পূরণ করতেই এই বিজ্ঞপ্তি।

SSC জানিয়েছে, ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্টে (SLST) জড়িত অযোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং আগামী মাসের নতুন করে যে  পরীক্ষা নেওয়া হয়েছে তাঁদের কাউকেই বসতে দেওয়া হবে না। কমিশনের এক আধিকারিক জানান, “আমাদের আইনজীবীরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা জমা দেওয়া হবে। প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।”

পরীক্ষা নিয়ে কোনও সংশয় নেই বলেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আধিকারিকের কথায়, “কোনওভাবেই দাগি  প্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষা যথাসময়ে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই অনুষ্ঠিত হবে।” ইতিমধ্যেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরের ৩ এপ্রিল ২৫,৭৫৩ জনের নিয়োগ বাতিল হয়। এর মধ্যে ৫,৩০৩ জনকে ‘দাগি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ১,৮০৩ জন শিক্ষক। অন্যদিকে, যোগ্য শিক্ষকের সংখ্যা ১৫,৮০৩। আদালতের চাপের মুখে এবার তালিকা প্রকাশ করতে বাধ্য হচ্ছে কমিশন। 

আরও পড়ুন- 'স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত', মহুয়ার মন্তব্যে তোলপাড়

WB SSC Scam SSC