/indian-express-bangla/media/media_files/2025/08/27/durga-puja-parikrama-2025-08-27-18-56-55.jpg)
এসি বাসে শহরের সেরা দেখার এলাহি আয়োজন!
Durga Puja Parikrama-2025: আকাশ-বাতাসে যেন পুজো পুজো গন্ধ! হাতে গোণা আর মাত্র কটা দিনের অপেক্ষা। মা আসছেন! পুজোর আনন্দে মেতে উঠেছে শহর থেকে জেলা। শপিং মলে উপচে পড়া ভিড়।
দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। প্যান্ডেল হপিং ছাড়া পুজোর আনন্দ যেন ম্লান। পুজো উপলক্ষে কলকাতা ও আশপাশের দর্শনার্থীদের জন্য বিশেষ পুজো পরিক্রমার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)।
এ বছরও ভলভো এসি বাস, সাধারণ বাস, লঞ্চ এবং বিলাসবহুল কোচে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন শহরের বনেদি বাড়ি থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো। এমনকী উপভোগ করতে পারবেন গ্রামবাংলার পুজোও।
ষষ্ঠী থেকেই শুরু হবে ভলভো এসি বাসে বনেদি বাড়ির পুজো পরিক্রমা। তালিকায় শোভাবাজার রাজবাড়ি, বেলুড়মঠ, সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি, বেহালার সোনার দুর্গা সহ একাধিক সেরা পুজো মন্ডপ দেখার পাশাপাশি রয়েছে এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন। ভাড়া ধার্য হয়েছে জনপ্রতি ২২০০ টাকা। জলপথেও মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে, যার ভাড়া জনপ্রতি ৯০০ টাকা।
শহরতলি থেকে বিশেষ বাসে কলকাতায় এসে পরিক্রমা করার ভাড়া পড়বে জনপ্রতি ২৩০০ টাকা। এছাড়াও বিলাসবহুল বাসে এসপ্ল্যানেড ও বারাসত থেকে দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে শহরের একাধিক বড় পুজো মণ্ডপে।
শহর থেকে দূরে গ্রাম বাংলার পুজোও এ বছর দেখা যাবে। বিশেষ এসি বাসে দর্শনার্থীদের ধান্যকুড়িয়া ও আড়বালিয়ায় নিয়ে যাওয়া হবে সাবেকি পুজো দেখার অভিজ্ঞতা মিলবে। ভাড়া ২২০০ টাকা। জয়রামবাটি ও কামারপুকুরের জন্য নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি ৮০০ টাকা।
এই প্যাকেজের আওতায় পুজো পরিক্রমার সাথে দর্শনার্থীরা পেয়ে যাবেন, সকালের খাবার, দুপুরের ভোগ, বিকালের স্ন্যাকস। সঙ্গে চা বা কফি। নিগমের তরফে জানানো হয়েছে, টিকিট বুক করা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbtconline.in/home
থেকে বা সমস্ত ডিপোতেও পাওয়া যাবে। এছাড়াও হেল্পলাইন নম্বর ৯৮৩০১৭৭০০০-তে যোগাযোগ করেও বুকিং করা যাবে।
এভাবে মহানগর থেকে শহরতলি ও গ্রামবাংলার নানা প্রান্তের দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে দুর্গাপূজার আসল রূপ উপভোগ করতে পারবেন। মোট তিনটি বিভাগে ভাগ করা হয়েছে এই বিশেষ পুজো প্যাকেজগুলি। প্রথমেই রয়েছে সাবেকি বনেদি বাড়ির পুজো পরিক্রমা। শহরতলি থেকে কলকাতার বনেদি বাড়ির পুজো পরিক্রমা। জলপথে উত্তরের বিশিষ্ট পুজো।