/indian-express-bangla/media/media_files/2025/06/15/M8RIil9bnzwAduJxCJO0.jpg)
Rainfall Forecast: আজও একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
IMD Weather Forecast: আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পুর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। IMD পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ১৩ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পাশাপাশি পুরুলিয়ায় বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল পর্যন্ত।
আরও পড়ুন- আরজি কর কান্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান ঠেকাতে পুলিশের 'অতিসক্রিয়তা', গর্জে উঠলেন শুভেন্দু
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় শনিবার সকাল পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। শুক্রবার প্রকাশিত বুলেটিনে কলকাতা, হাওড়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ৯ ও ১০ আগস্ট ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। পুরুলিয়ায় ৯ আগস্ট অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে।
আরও পড়ুন- রাজপথে আছড়ে পড়বে প্রতিবাদের ঢেউ, ব্যারিকেড ভেঙে নবান্ন অভিযানের হুঙ্কার নির্যাতিতার পরিবারের
আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে মাছ ধরতে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে জল জমা ও বজ্রপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ইয়েলো এবং অরেঞ্জ সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ৯ ও ১২ আগস্টের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ১৩ আগস্টও অরেঞ্জ অ্যালার্ট থাকবে। এছাড়া মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে সপ্তাহজুড়ে ইয়েলো অ্যালার্ট জারি থাকবে।