বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। বরং 'বিপদ' আরও বাড়ছে। বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে গভীর নিম্নচাপ। যার জেরে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টি শুরু হবে। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
গত কয়েকদিনের একাটানা বৃষ্টির পর মাঝে কয়েকদিনের বিরতি। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলছেই। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বৃষ্টির হাত থেকে নিস্তার মিলছে না এখনই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি-ভোগান্তি চলবে আরও বেশ কয়েকদিন। মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব বঙ্গাপসাগরে ঢুকবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের সাধারণ নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে এই গভীর নিম্নচাপ। এর জেরে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের।
এই গভীর নিম্নচাপের জেরেই সপ্তাহের শেষ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আবারও মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- ‘ভারত-মার্কিন বন্ধুত্ব আরও শক্তিশালী হবে’, হ্যারিসের সঙ্গে সাক্ষাতের পর টুইট মোদীর
আবহাওয়ার এই পরিস্থিতিতে ফের একবার উত্তাল হবে সমুদ্র। সেই কারণেই শুক্রবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরতে পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার ও শনিবার মোটের উপর কলকাতার আবহাওয়া থাকবে অনুকূলেই। এই দুদিন কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমা মহানগরীতে। তবে রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে কলকাতায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন