Advertisment

তীব্র গরমে হাঁসফাঁস দশা থেকে মুক্তি, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বৈশাখের শুরুতেই তীব্র গরমে জেরবার বঙ্গবাসী। বিশেষ করে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম মাত্রা ছাড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata rainfall weather update 17 september 2022

আজ একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস।

গত কয়েকদিনের একটানা হাঁসফাঁস দশা থেকে আজই মিলতে পারে মুক্তি। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

বৈশাখের শুরুতেই তীব্র গরমে জেরবার বঙ্গবাসী। বিশেষ করে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম মাত্রা ছাড়িয়েছে। বেলা বাড়লেই বাড়ছে গরমের তীব্রতা। সব মিলিয়ে ইনিংস শুরুর ঠিক মুখেই প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত। গত কয়েকদিন ধরেই বৃষ্টির প্রমাদ গুণছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে এবার তাঁদের জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন- দামোদরের মাটি ‘লুঠ’ করছেন পঞ্চায়েত উপপ্রধান! প্রশাসনকে অভিযোগ জানালেন তৃণমূল কর্মীরাই

রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলাতে ঝোড়ো হওয়াও বইতে পারে। সব মিলিয়ে প্রচণ্ড গরমের হাত থেকে আজই খানিকটা হলেও রেহাই পেতে পারেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

শনিবার বিকেলের দিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। এরই পাশাপাশি ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে আরও কয়েকটি জেলায়। চৈত্র শেষ থেকে প্রচণ্ড দাবদাহে পুড়ছে রাজ্যের জঙ্গলমহলের জেলাগুলি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার একাংশে তীব্র গরমে নাজেহাল দশা বাসিন্দাদের। হাসফাঁস আবস্থা পশ্চিম বর্ধমানেরও।

rain West Bengal Weather Report weather update weather today
Advertisment