Advertisment

উত্তরে আরও বাড়বে বৃষ্টি, দক্ষিণে ছিঁটেফোটা

১৫ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জারি করা হয়েছে অরেঞ্জ সতর্কতা।

author-image
IE Bangla Web Desk
New Update
bengal flood, north bengal flood, north bengal

(প্রতীকী ছবি)

দক্ষিণবঙ্গ চাতক পাখির মত চেয়ে বসে আছে, আর উত্তরবঙ্গে ঢালাও বৃষ্টি৷ টানা ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা ,তোর্সা-সহ সমস্ত পাহাড়ী নদী। বিস্তীর্ণ এলাকা জুড়ে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। ১৫ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জারি করা হয়েছে অরেঞ্জ সতর্কতা। যার জেরে মালদা, দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisment

এদিকে, বর্ষায় কার্যত বৃষ্টি অধরা দক্ষিণবঙ্গে। আগামী এক-দু’ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হুগলি, দক্ষিণ ২৪ পরগণা জেলা-সহ বেশি কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। গত দু-দিন ধরে ক্রমশ বেড়ে চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি এখন আষাঢ়ে গল্প। ভরা বর্ষাতেও বেশ কিছুদিন যাবৎ বৃষ্টির দেখা নেই।

আরও পড়ুন: মাঝসমুদ্রের ঝড়ে ভারত থেকে বাংলাদেশে তলিয়ে যাওয়ার অভিজ্ঞতা কেমন, জানালেন প্রত্যক্ষদর্শী

অন্যদিকে, গত সপ্তাহে অবিরাম বৃষ্টি হওয়ায় বাংলা-সিকিম ১০ নং জাতীয় সড়কে শ্বেতীঝোরার কাছে ধস নামে। শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন লাইনের ওপর ধস পড়ায় বন্ধ ছিল পরিষেবা। ধসের কারণে তিস্তায় তলিয়ে যায় পর্যটক বোঝাই গাড়ি। এখনও নিখোঁজ পর্যটকেরা।

weather Weather Report
Advertisment