/indian-express-bangla/media/media_files/2025/03/06/QUF5e1yYRxHRb1q6GZPa.jpg)
Bengal Weather Forecast: বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।
Weather Report: আজ রবিবার ঝড় বৃষ্টির দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গের বহু জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার, ২০ এপ্রিলও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর—শুক্রবার ও শনিবারের তুলনায় আজ ঝড়ের তীব্রতা কিছুটা কম হতে পারে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। পাশাপাশি আজ দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকেই কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
ধনুকভাঙা পণেই গগনচুম্বী সাফল্য, জয়েন্টে দেশের সেরা বাংলার দেবদত্তা, এমন সাফল্যে গর্ব হতে বাধ্য!
গত দু’দিন ধরে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা গেছে। তবে আজ সেই ঝোড়ো হাওয়ার দাপট ৩০–৪০ কিমির মধ্যে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গই নয়, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ ২০ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। কোনও কোনও জেলায় হাওয়ার গতিবেগ হতে পারে আরও বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
'ভোট রাজনীতির জন্য বাংলাকে ভাগের চেষ্টা', মমতার নিশানায় BJP-RSS, রাজ্যবাসীকে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর
জেলাগুলির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত কলকাতায় অসহনীয় গরমের পরিবেশ থাকবে না। তাপমাত্রাও মোটের উপর একই থাকবে আগামী কয়েকদিন। কলকাতায় এখনই তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুরর দিক পর্যন্ত তিলোত্তমা মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্য বেশ কয়েকটি জেলায়। সেখানে বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে।