WB Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবাহাওর উন্নতি চোখে পড়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে হালকা বৃষ্টিও হয়েছে কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর মুখে আবারও আবহাওয়ার বদল সময়ের অপেক্ষা মাত্র? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
নিম্নচাপের জেরে গত কয়েকদিনের একটানা বৃষ্টির পর শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি চোখে পড়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কয়েকটি জেলায়। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
শনিবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ তিলোত্তমা মহানগরীতে হালকা বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য এলাকার জেলা দার্জিলিং এবং কালিম্পঙে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলাতেও আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের। আগামী দুই দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।
আরও পড়ুন- Burdwan Medical College: ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্য, বিচারের দাবিতে অনড় পরিবার, পাশে চিকিৎসক সংগঠন