Advertisment

Rajanya Haldar: প্রতিবাদের কাহিনী 'আগমনী' মুক্তির আগেই TMCP নেতা-নেত্রী 'ঘ্যাচাৎ', কিসের আপশোস 'তিলোত্তমা' রাজন্যার?

Rajanya Haldar: আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার আবহে তিলোত্তমাদের নিয়ে গল্পে তৃণমূলের অন্দরে তোলপাড়। শেষমেশ কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলল শাসকদল।

author-image
Joyprakash Das
New Update
TMC leader Rajanya Haldar, Prantik Chakraborty suspended,রাজন্যা হালদার, প্রান্তিক চক্রবর্তী

প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার।

Rajanya Haldar: এবার তিলোত্তমাদের গল্প নিয়ে স্বল্প দৈর্ঘের ছবি আগমনী মুক্তি পেতে চলেছে টিএমসিপির দুই নেতা-নেত্রী প্রান্তিক ও রাজন্যা জুটির। যদিও ২ জনই এখন ছাত্র সংগঠনে প্রাক্তন তকমা পেয়েছেন। তবে মহালয়ার দিন এই ছবি মুক্তির আগেই শুক্রবার রাতে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ড করেছে প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদারকে। প্রান্তিক ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি ও রাজন্যা যাদবপুর-ডায়মন্ড হারবারের তৃণমূলের ছাত্র সংগঠনের সহসভাপতি।

Advertisment

প্রান্তিক ও রাজন্যা দুজনেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন শিল্পী সত্ত্বা থেকেই তাঁরা এই স্বল্প দৈর্ঘের ছবি তৈরি করছেন। শুধু আরজি করের নির্যাতিতি নন, সমাজের সকল স্তরের নির্যাতিতার কাহিনী থাকছে এতে। পাশাপাশি প্রতিবাদ ও জনজাগরণের ভাষাও থাকবে এই ডকুমেন্টারিতে। দল শাস্তিমূলক ব্যবস্থা নিলেও ২ অক্টোবর আগমনী মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে না রাজন্যারা। তাঁর বক্তব্য, "শর্ট ফিল্মটা দেখার পর বিচার করা উচিত ছিল। এখানে কোনও বিচারাধীন বিষয় দেখানো হচ্ছে না।" 

আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। নির্যাতিতার বিচারের দাবিতে গণআন্দোলন থেকে রাজনৈতিক দলগুলির আন্দোলন জারি রয়েছে। জুনিয়র চিকিৎসকরা নির্যাতিতার বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাঁরা টানা আট দিন স্বাস্থ্য দফতরের সামনের রাস্তায় অবস্থান বিক্ষোভ করেছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্ত করছে সিবিআই। প্রমান লোপাটের তদন্তও চলছে একইসঙ্গে। এই আন্দোলন নিয়ে যথেষ্ট বেকায়দায় রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে সাংসদ বা বিধায়কূের একাংশ প্রকাশ্যে হুমকি দিয়েছেন আন্দোলনকারীদের। এই আবহেই তৃণমূল ছাত্র পরিষদের দুই পরিচিত মুখের আরজি কর ঘটনার পটভূমিকায় আগমনী, তিলোত্তমাদের গল্প তোলপাড় ফেলল তৃণমূল কংগ্রেসের অন্দর মহলে। প্রান্তিক ও রাজন্যকে দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে লিখিত ভাবে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

আরও পড়ুন- Burdwan Medical College: ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্য, বিচারের দাবিতে অনড় পরিবার, পাশে চিকিৎসক সংগঠন

আরও পড়ুন- Balagarh Incident: স্কুলের মধ্যেই ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষককে গ্রেফতারের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

এই স্বল্প দৈর্ঘের ছবি তৈরি করে সাসপেন্ড হয়েছেন প্রান্তিক ও রাজন্য। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রাজন্যা হালদার বলেন, "কেন সাসপেন্ড করেছে দল জানে। তবে আমার মনে হয় দলে থেকে মাঠে ময়দানে থেকে অক্লান্ত পরিশ্রম করেছি, তখনও বলেছি দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এখনও মনে হয় দলের সিদ্ধান্তই চূড়ান্ত। শর্ট ফিল্মটি ২ তারিখ মুক্তি পাওয়ার পর দল নিশ্চয় বুঝবে। ছবিতে বিষয়বস্তু কি আছে দল দেখতেই পারত।" দল সাসপেন্ড করলেও নির্ধারিত ২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি, স্পষ্ট জানিয়ে দেন রাজন্যা।

আরও পড়ুন- TMC Councillor: 'স্কোয়্যার ফুটে ৮০ টাকা', তৃণমূল কাউন্সিলরের 'কীর্তি' ফাঁস শুভেন্দুর! মিথ্যা অভিযোগ বলে দাবি

আরজি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়েছেন প্রাক্তন আইএএস জহর সরকার। পদত্যাগ করে প্রতিবাদে সামিল হয়েছেন। আরেক রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সাধারণ মানুষের আন্দোলনকে স্বতস্ফূর্ত জনজাগরণ বলে আখ্যা দিয়েছেন। ছেড়েছেন জাগো বাংলার সম্পাদকের পদও। অন্যদিকে মন্ত্রী উদয়ন গুহ, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রসহ একাধিক তৃণমূল নেতা আবার আন্দোলনকারীদেরই হুমকি দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, আরজি কর কাণ্ড তৃণমূল কংগ্রেসের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেই প্রেক্ষিতে প্রান্তিক ও রাজন্যার এই তিলোত্তমাদের গল্প আগমনীতে আস্থা রাখতে পারেনি তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। তাই ছবি মুক্তি পাওয়ার আগেই দায় ঝেড়ে ফেলল তৃণমূলের ছাত্র সংগঠন।

Rajanya Haldar RG Kar Case tmc
Advertisment