Bengal Weather Forecast: দোরগোড়ায় শারদোৎসব। তার আগে ফের একবার বঙ্গে টানা দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরের বুকে আবারও ঘনাচ্ছে নিম্নচাপ। একটানা দুর্যোগের আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। পুজোর মুখে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে টানা কয়েকদিন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বিরাট বদল আসতে পারে কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
এর আগেও টানা কয়েকদিনের দুর্যোগে দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বেশ কিছু নিচু এলাকা। এবার ফের একবার টানা দুর্যোগের আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে ফের একবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের জেরে টানা কয়েকদিন বৃষ্টির দাপট থাকতে পারে গোটা দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন- Junior Doctors Protest: শুক্রে উঠছে ধরনা, শনিবার থেকে জরুরি পরিষেবায় ফিরবেন জুনিয়র ডাক্তাররা
আরও পড়ুন- Kalatan Dasgupta: জামিন পেলেন কলতান দাশগুপ্ত, হাইকোর্ট রক্ষাকবচও দিল বাম যুবনেতাকে
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় শুক্রবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। আজ বেলা বাড়লে গরমের অনুভূতি বাড়তে পারে তিলোত্তমা মহানগরীতে। তবে আজ কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা বেশ কম।
আরও পড়ুন- Doctors Safety and Security: সব হাসপাতালে 'প্যানিক বাটন', মহিলা পুলিশকর্মী, ডাক্তারদের নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ নবান্নের
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দফায় দফায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে।