WB Weather Forecast: বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন কয়েক তুমুল বৃষ্টির জোরালো পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এস নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আজ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, দুই বর্ধমান এবং বীরভূম জেলায়। আপাতত দিন কয়েক সমুদ্র উত্তাল থাকার প্রবল আশঙ্কা রয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
আগামিকাল সোমবারেও তুমুল বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির জোরালো দাপট থাকবে আগামী মঙ্গলবারেও। জানা গিয়েছে, আপাতত আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির প্রবল প্রতাপ লক্ষ্য করা যাবে।
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ড: হঠাৎ কী কঠোর পদক্ষেপ কলকাতা পুলিশের? যা নিয়ে ফুঁসছে বিরোধীরা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার শুরু থেকে প্রবল বৃষ্টি চলেছে দফায় দফায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আরও পড়ুন- RG Kar Incident Kolkata: আরজি কর কাণ্ড থেকে শিক্ষা, নারী নিরাপত্তায় বিশেষ জোর, চালু ‘রাতের সাথী’ অ্যাপ
আরও পড়ুন- Road Accident: জাতীয় সড়কে গা শিউরে ওঠার মতো দুর্ঘটনা! প্রায় ছিন্নভিন্ন ৫ যুবক