বাংলার আকাশে ফের বৃষ্টির ভ্রুকুটি। নিম্নচাপের প্রভাবে আজ, মঙ্গলবার ও আগামিকাল বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বাংলার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড় গুলাবের প্রভাব রাজ্যে সেভাবে না পড়লেও নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে।
মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তা আগামী ২৪ ঘণ্টায় বাংলা উপকূলের কাছে চলে আসার সম্ভাবনা। তার ফলে আগামী দুদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।
আরও পড়ুন ঝকঝকে কলকাতার আকাশ, বিকেলের পর বঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বেলা বাড়তেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। ঘূর্ণাবর্তের অবস্থান উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে রয়েছে। আজ, সেটি রাজ্যের উপকূলে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। এর জেরে আগামিকাল, বুধবারও দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন