/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/talasari-beach.jpg)
Best Beaches Near Kolkata: কলকাতার খুব কাছে অপূর্ব এই সমুদ্র পাড়।
Weekend getaways: সুযোগ পেলেই ঘুরতে বেরোয় বাঙালি। একদল লম্বা ছুটি নিয়ে পাড়ি জমান দূরে কোথাও, তবে অনেকেই কাছেপিটে ফাটাফাটি একটা বেড়ানোর জায়গার খোঁজে থাকেন। ভ্রমণপ্রিয় বাঙালির দ্বিতীয় অংশটির জন্যই এই বিশেষ প্রতিবেদন। চাইলে কলকাতার কাছেই অপরূপ এই সমুদ্র পাড়ে দিন কয়েক কাটিয়ে আসতেই পারেন।
তালসারি (Talasari), ওড়িশার (Odisha) বালেশ্বর জেলার মধ্যে পড়ে এই তল্লাট। দিঘার (Digha) খুব কাছেই এই সমুদ্রপাড়। যাঁরা দিঘা, শঙ্করপুর, মন্দারমণি গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তাঁরা বেড়িয়ে আসতেই পারেন এই তালসারি থেকে। সমুদ্র পাড়ে ঘুরতে ঘুরতেই শুনবেন পাখির কুজন। সাগরপাড়ের ধার ঘেঁষা ঝাউবনে কাটিয়ে দিন সারাবেলা। এখানকার অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মনে তুফান তুলবে।
আরও পড়ুন- এককথায় অনবদ্য! কলকাতার কাছেই অপূর্ব এই সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য্য মন জুড়োবেই
দিন কয়েকের জন্য ছুটি কাটাতে হলে তালসারির জুড়ি নেই। দিঘামাগী যে কোনও ট্রেন ধরে পৌঁছে যান দিঘায়। সেখান থেকেই গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই তালসারিতে। চাইলে দিঘায় থেকেও তালসারিতে ঘুরতে যেতে পারেন।
আরও পড়ুন- Travel: অসাধারণ এই সমুদ্রপাড় কলকাতার কাছেই, শান্ত-স্নিগ্ধ সাগরতটে মন্ত্রমুগ্ধকর স্বস্তি!
দিঘা থেকে তালসারির দূরত্ব সড়কপথে মাত্র ১০ কিলোমিটারের মতো। বছরভর এখানে আনাগানো থাকে পর্যটকদের (Tourists)। তবে দিঘার চেয়ে পর্যটকদের ভিড় এখানে বেশ কম থাকে। সেই কারণেই নিরিবিলিতে যাঁরা বেড়াতে যেতে পছন্দ করেন তাঁদের জন্য এই তল্লাট একেবারে পারফেক্ট চয়েজ।