Bangladeshi Infiltrator: লরির ত্রিপলে লুকিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে, বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার মালদায়

Bangladeshi Infiltrator arrested in Malda: পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত ওই বাংলাদেশি জানিয়েছে, সে ভারতে এসেছিল কাজ করতে। তবে কোথায় কী কাজ করতে এসেছিল,তা বলেনি। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

author-image
Madhumita Dey
New Update
Bangladeshi Infiltrator Arrested: ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ফাজিজুল হক

Bangladeshi Infiltrator Arrested: ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ফাজিজুল হক

Bangladeshi Infiltrator arrested: ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার গভীর রাতে মহদিপুর গ্রাম পঞ্চায়েতের লোটন মসজিদ সংলগ্ন এলাকা থেকেই ওই অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ফাজিজুল হক। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার মিয়াদিঘি পাড়া এলাকায়। ধৃত বাংলাদেশির দাবি, কাজের সন্ধানে এপার বাংলায় এসেছিল সে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত ওই বাংলাদেশি জানিয়েছে, সে ভারতে এসেছিল কাজ করতে। তবে কোথায় কী কাজ করতে এসেছিল,তা বলেনি। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

যদিও পুলিশের দাবি যে সমস্ত পণ্যবাহী লরি ভারতে আসে সেই লরির ত্রিপলের মধ্যে লুকিয়ে এদেশে এসেছে ধৃত ওই ব্যক্তি। তবে কবে এসেছে বা কেন এসেছে তার তদন্ত চলছে। বিজেপির জেলা সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ঘটনার পর বিএসএফ সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। দিল্লি,  উত্তরপ্রদেশে বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়েছে। আর সেই কারণে ওই বাংলাদেশি বাইরের রাজ্য থেকে পালিয়ে এসে ফিরে যাওয়ার অপেক্ষা করছিল। 

আরও পড়ুন নাবালক হলেও হাবভাব দেখেই সন্দেহ পুলিশের, কাছে যেতেই চোখ কপালে দুঁদে আধিকারিকদের

Advertisment

জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, সীমান্ত প্রহরার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিএসএফ। সীমান্তে তাদের নজরদারির অভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে। এই রাজ্যের পুলিশ যথাযোগ্য আইনি ব্যবস্থা নিচ্ছে।

West Bengal Malda West Bengal News Bangladeshi west bengal latest news Bangladesh Unrest