Advertisment

বাংলায় সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাস্টমার সার্ভিস দেওয়া হোক বলে ব্য়াঙ্কগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
পোস্টমর্টেম রিপোর্ট লিখছে পুলিশ: দিলীপ।। প্রতিবেশীর দরজায় তালা যুবকের।। ফের পুরনো নিয়মে ব্যাঙ্ক

প্রতীকী ছবি।

করোনায় কাঁপছে বাংলা। এই পরিস্থিতিতে রাজ্য়ে শনিবার ও রবিবার ব্য়াঙ্ক রাখার সিদ্ধান্ত নেওয়া হল। এবার থেকে সপ্তাহে ৫ দিন কাজ হবে ব্য়াঙ্কে। পাশাপাশি সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাস্টমার সার্ভিস দেওয়া হোক বলে ব্য়াঙ্কগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisment

উল্লেখ্য়, রাজ্য়ের একাধিক ব্য়াঙ্ককর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। আবার, রোজই বাংলায় পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের প্রকোপ। এই পরিস্থিতিতে রাজ্য়ে সপ্তাহে ২ দিন ব্য়াঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলায় সপ্তাহে দু’দিন পুরো লকডাউন, গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা

এদিকে, বাংলায় করোনা রুখতে এবার নয়া লকডাউন কৌশল নিল মমতা সরকার। পশ্চিমবঙ্গে এবার থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন লাগু করা হবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্য়জুড়ে সম্পূর্ণ ও কড়া লকডাউন জারি থাকবে বলে এদিন নবান্নে জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়। আগামী সপ্তাহে বুধবার রাজ্য়ে পুরো লকডাউন থাকবে। আরেকটি দিন কবে তা পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

রাজ্য়ের কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে এদিন জানালেন স্বরাষ্ট্রসচিব। এ প্রসঙ্গে আলাপন বন্দ্য়োপাধ্য়ায় জানান, ”বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। সেই ব্য়াপারটি বিবেচনা করে সপ্তাহে দু’দিন লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment