Baruipur BJP Leader Murder: বারুইপুরে বিজেপি নেতার খুনের ঘটনার ভিডিও প্রকাশ্যে, বিজেপির 'বিস্ফোরক' অভিযোগে উত্তাল রাজ্য

Baruipur BJP Leader Murder: পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমিক তদন্তে বিষয়টি পারিবারিক বিবাদ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মৃতের বাবা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।

Baruipur BJP Leader Murder: পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমিক তদন্তে বিষয়টি পারিবারিক বিবাদ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মৃতের বাবা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

বিজেপির 'বিস্ফোরক' অভিযোগে উত্তাল রাজ্য

Baruipur BJP Leader Murder: বারুইপুরে বিজেপি বুথ সভাপতির খুনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর  রাজনৈতিক চাপানউতোর। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। দলের তরফে দাবি করা হয়েছে, তৃণমূল কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছেন, "বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে মারধর করে খুন করা হয়েছে। ঘটনার সূত্রপাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে পতাকা ও ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে।"

Advertisment

আরও পড়ুন- বাংলাদেশ সীমান্তে তোলপাড়! অনুপ্রবেশের চেষ্টায় BSF-এর হাতে আটক বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্তা

বিজেপি দাবি করেছে, রাজীবকে প্রথমে বাঁশ দিয়ে পেটানো হয়, এরপর পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, “ওর নিজের বাবা, ভাই ও দু’জন তৃণমূল কর্মীর হাতে খুন হয়েছেন বুথ সভাপতি রাজীব বিশ্বাস।” তিনি আরও দাবি করেছেন, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে, তারা ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমিক তদন্তে বিষয়টি পারিবারিক বিবাদ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মৃতের বাবা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। পুলিশ দাবি করেছে, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করার পর মৃতের কাকা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

বিজেপির অভিযোগ, রাজীবের বাবা ও ভাই দু’জনেই তৃণমূল কর্মী। তাঁরাই পরিকল্পিতভাবে খুন করেছে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা দাবি করেন, "এক কলেজ পড়ুয়া গোটা ঘটনার ভিডিও তুলেছেন এবং সেটি আদালতে জমা দিয়েছেন। কিন্তু পুলিশ সেই প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।"

আরও পড়ুন- ধেয়ে আসছে তুমুল দুর্যোগ! কলকাতা সহ জেলায় জেলায় জারি সতর্কতা,ভারী বৃষ্টিতে নাকাল হবে জনজীবন

তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর অর্চনা মল্লিক জানিয়েছেন, "এটি নিছকই পারিবারিক বিবাদ। তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নয়। মৃত রাজীব বিশ্বাসকে আমি চিনতাম না, তাঁর পরিবারের সঙ্গেও আমার কোনও সম্পর্ক নেই। সত্যিটা সামনে আসুক, দোষীদের শাস্তি হোক—আমাদের সেটাই চাই। বিজেপি অকারণেই ঘটনাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে।"

bjp Murder BJP Leader