Advertisment

মণ্ডপ-উদ্বোধন, সঙ্গে স্লোগান, ২০২৪-এর আগে বড় মহড়া গেরুয়া শিবিরের

এবার কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপ দেখতে গিয়ে দর্শনার্থীদের একাংশের মুখে বিশেষ স্লোগান শোনা যাচ্ছে।

author-image
Joyprakash Das
New Update
West Bengal BJP 2024 Lok Sabha polls Durga Puja Mandap Inauguration

রাম মন্দিরের আদলে তৈরি সন্তোষ মিত্র স্কোয়্যারের দুর্গাপুজো মণ্ডপ। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

'জয় শ্রীরাম। জয় জয় শ্রী রাম। রাম মন্দির ওহি বনেঙ্গে।' দুর্গাপ্রতিমা বা মণ্ডপ দর্শন করতে গিয়ে পথে এমন স্লোগান আগে কখনও কি বঙ্গবাসী শুনেছে? এবার কলকাতায় এই স্লোগান দুর্গাপুজোর মণ্ডপ দেখতে গিয়ে দর্শনার্থীদের একাংশের মুখে শোনা যাচ্ছে। এই দর্শনার্থীদের মধ্যে বাংলার বাইরের মানুষজনও আছেন বলেই খবর। মণ্ডপের পথে উপচে পড়া ভিড়। তার মাঝেই চলছে স্লোগান। উত্তর কলকাতায় এই প্রতিমা দর্শনে পথে শুধু মানুষের মাথা আর মাথা। এমনই ভিড় যে এক এক রো-তেই প্রায় ১০০ জন।

Advertisment

এবার মণ্ডপ নির্মাণ থেকে দর্শন। সরাসরি রাজনীতির ছোঁয়া এড়ানোর কোনও জায়গা রইল না। সামনে ২০২৪ লোকসভা নির্বাচন, ইস্যু সেই রামমন্দির। অযোধ্যা নয়, একেবারে কলকাতায় দুর্গাপুজোর রামমন্দির নির্মাণের পরিকল্পনা, উদ্বোধন, অতিথি আগমন, দর্শনার্থীদের একাংশের স্লোগান সবেতেই গেরুয়া স্পর্শ।

রাজনৈতিক মহলের মতে, সব মিলিয়ে যেন ভোটের মহড়া সেরে নিল গেরুয়া শিবির। এদিকে সাধারণ দর্শনার্থীদের মতে, ভিড়ের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে সন্তোষ মিত্র স্ক্যোয়ারের পুজো। কলকাতায় অন্য পুজো মণ্ডপগুলিকে বলে বলে গোল দিয়েছে অস্থায়ী রাম মন্দির।

publive-image

সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মণ্ডপে এসেছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এছাড়াও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ শীর্ষ নেতৃত্বের বড় অংশ হাজির হয়েছেন এই রাম মন্দিরে।

রাজনৈতিক মহলের মতে, অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা করা বিজেপির ঘোষিত কর্মসূচির অন্যতম প্রধান ইস্যু। আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে নিঃসন্দেহে রামমন্দির ফের ইস্যু হতে চলেছে। এই পরিস্থিতিতে কলকাতায় দুর্গাপুজোয় রাম মন্দিরের আদলে মণ্ডপ করে রাজনৈতিক ফায়দা নিতে চেষ্টা কসুর করবে না গেরুয়া শিবির, এটা খুবই স্বাভাবিক।

আরও পড়ুন- দিঘার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’, দশমীতে ভিজবে রাজ্যের একাধিক জেলা

২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ১৮ টা আসন পেয়ে রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছিল। যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু পরবর্তীতে ২০২১ বিধানসভা নির্বাচনে জয়ের ধারা বজায় রাখতে পারেনি পদ্ম শিবির। ৭৭টি আসনেই আটকে গিয়েছিল গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, দুর্নীতিসহ নানা অভিযোগে তৃণমূল কংগ্রেসের চরম অস্বস্তি সত্বেও বঙ্গ বিজেপিও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত। বহু নেতা-কর্মী পুরোপুরি বসে গিয়েছেন। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের বিকল্প ভাবনায় সেই রাম মন্দির। ভরসায় রাম মন্দির। দুর্গাপুজোতেও স্লোগান 'জয়শ্রীরাম'।

bjp amit shah West Bengal loksabha election 2024 durgapuja 2023
Advertisment