/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/mamata-news-759-new.jpg)
প্রশাসনিক বৈঠকে মমতা। ছবি: টুইটার।
হিল ইউনিভার্সিটি র খরচ নিয়ে বেজায় চটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সরকারের টাকা কি সস্তা?’, এ ভাষাতেই বুধবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিল ইউনিভার্সিটি গড়তে আনুমানিক ৩৩০ কোটি টাকা খরচের হিসেব নিয়ে এদিন কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠকে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট আধিকারিকের উদ্দেশে মমতা বলেন, ‘‘একটা বিশ্ববিদ্যালয় গড়তে কত টাকা লাগে? বিশ্ববিদ্যালয় গড়তে যেন অন্য কোথাও থেকে টাকা নিতে না হয়’’।
আরও পড়ুন: রাজ্যের শাসনব্যবস্থা নিয়ে ‘ব্যথিত’ রাজ্যপাল, শিক্ষাবিদ-রাজনীতিবিদ-সমাজকর্মীদের আহ্বান ধনকড়ের
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?
হিল ইউনিভার্সিটি গড়ার ৩৩০ কোটি টাকার খরচের হিসেব প্রসঙ্গে মমতা বলেন, ‘‘কে বানিয়েছে এই খরচের হিসেব? সরকারের টাকা কি সস্তা? একটা বিশ্ববিদ্যালয় গড়তে কত টাকা লাগে? বিশ্ববিদ্যালয় গড়তে যেন অন্য কোথাও থেকে টাকা নিতে না হয়। ন্যূনতম ৫০ কোটি টাকায় বানান। আমি বড় বড় মাল্টি স্পেশালিটি হাসপাতাল বানাচ্ছি ২৫ কোটি টাকায়, আমাকে টাকা দেখাচ্ছেন!"
আজ উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে প্রশাসনিক কাজের পর্যালোচনার মাধ্যমে উন্নয়নমুখী কর্মসূচীকে ত্বরান্বিত করতে কার্শিয়াঙে আয়োজিত দার্জিলিং এবং কালিম্পঙের প্রশাসনিক বৈঠকের কিছু মুহূর্ত। pic.twitter.com/Sq1KcFI9wr
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2019
আরও পড়ুন:‘রাহুল গান্ধীর ভুল অধীর চৌধুরীও করল, এবার ওকে সারা দেশে দৌড় করাব’
উল্লেখ্য, লোকসভা ভোটের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে উঠেপড়ে লেগেছে মমতা বাহিনী। কিছুদিন আগে দলের নেতাদের কাটমানি ফেরানোর নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এরপরই শোরগোল পড়ে যায় রাজ্যে। কাটমানি রুখতে সরকারি টাকা যাতে নয়ছয় না হয়, সে কারণেই হিল ইউনিভার্সিটি গড়ার খরচের হিসেব নিয়ে এদিন মমতা সোচ্চার হলেন বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।