রবিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৭২৩। যা পরবর্তী ২৪ ঘন্টায় অনেকটাই কমে গিয়েছে। স্বাস্থ্যদফতরের দেওয়া রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬০৩ জন। সুস্থ হয়েছেন ৬৫৭ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যে ৪ জন উত্তর ২৪ পরগনার। ৩ জন করে মৃত্যু হয়েছে কলকাতা ও নদিয়ায়। এছাড়া, এক জন করে করোনায় আক্রান্তের প্রাণ গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।
আরও পড়ুন- বছর শুরুতেই জোড়া উপহার, কলকাতা আন্তর্জাতিক বইমেলা-চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৯ হাজার ০৯১ জন। সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৭১ হাজার ৯৫২ জন। মোট মৃত ১৯ হাজার ২৪০ জন। মৃত্যু হার ১.২০ শতাংশ। কমেছে করোনার সক্রিয় রোগীর সংখ্যা। বাংলায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছে ৭ হাজার ৮৯৯ জন। যা গতকালের তুলনায় ৬৮ জন কম।
আরও পড়ুন- পেট্রল-ডিজেলের উপর ভ্যাট কমাবে রাজ্য? কী ইঙ্গিত মমতার
রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষ অবস্থানে সেই কলকাতাই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১৪৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত ১৩৮ জন)। এরপরই রয়েছে হাওড়া (আক্রান্ত ৫০ জন), হুগলি (আক্রান্ত ৪৬ জন) ও দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত ৩৯ জন)।
আরও পড়ুন- সব পুরসভার ভোটে একসঙ্গে না হলে মামলা ঠোকার হুমকি বঙ্গ বিজেপির
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ০১৬ টি। পজেটিভিটি রেট ২.৫১ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন