বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ৪৬২। প্রতিদিনই ভোটমুখী বাংলায় বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সোমবার ৩৬৮, মঙ্গলবার ৪০৪ আক্রান্ত হয়েছিলেন। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। এদিন সুস্থ হয়েছেন ৩৩৪ জন।
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫, ৮১, ৮৬৫ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩,৭৮২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৬৭, ৭৭১ জন। গত ২৪ ঘন্টায় ৩৩৪ জন সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ১৫৮ (৫৯) জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন, ৫ বছরে ৪৫% সম্পত্তি কমেছে মমতার, মন্টুরামের সম্পদ বেড়েছে ৭৩৫%
বুধবার সুস্থতার হার সামান্য কমেছে। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৭. ৬০ % । বুধবার তা কমে হয়েছে ৯৭. ৫৮%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার কমে হয়েছে ৯৫.৪৯ % । বন্ধ হয়েছে কলকাতার তিনটি স্কুলও।
স্বাস্থ্যদপ্তরের নির্দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে কলকাতা-সহ রাজ্যের সব কোভিড হাসপাতালকে যুদ্ধকালীন ভিত্তিতে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শয্যা সংখ্যা বাড়াতে বলা হয়েছে। সব জেলাকে আগামী তিনদিনের মধ্যে গড়ে একহাজার পরীক্ষা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন