নির্বাচনী বাংলায় মঙ্গলবার মৃত্যু বাড়ল অনেকটাই। একদিনে করনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ৭৩ জনের। মঙ্গলবারে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরোল ১৬ হাজার। এদিন কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা ১৬ হাজার ৪০৩। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা এখনও পর্যন্ত ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫। রাজ্য স্বাস্থ্য দফতর বুলেটিন অনুসারে এমনটাই জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা পেরোল ১১ হাজার। সোমবার রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ১৫ হাজার ৮৮৯ জন। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৬১৫। এক লাফে অ্যাক্টিভ রোগীর দৈনিক সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৬৬৬।
আরও পড়ুন, করোনায় করুণ চিত্র! ১টি অ্যাম্বুলেন্সে ২২টি মৃতদেহ আনা হল শ্মশানে
সোমবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৮৯ জন। মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৫৭ জনের। বৃহস্পতিবার রয়েছে অষ্টম দফার ভোট। এর আগে রাজ্যের এই পরিস্থিতি ভয় ধরাচ্ছে। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭০৮।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন