/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Corona-3.jpg)
শহরের এক স্বাস্থ্যকেন্দ্রে চলছে করোনা পরীক্ষা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ
স্বস্তি দিয়ে আরও নিম্নমুখী বাংলার দৈনিক সংক্রমণ। কিন্তু কমার লক্ষণ নেই কোভিডে মৃত্যুর। দৈনিক সংক্রমণ সাড়ে তিন হাজারের নীচে, নিম্নমুখী সংক্রমণ হার। তবে চিন্তায় রাখছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত ৩,৪২৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯,৭৫০ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩৮ শতাংশ। সংক্রমণ হার কমে ৬ শতাংশ হয়েছে। তবে চিন্তার বিষয়, মৃত্যু নিয়ন্ত্রণে আসছে না। এদিনও কোভিডে মৃত্যুর সংখ্যা ৩০-এর উপরে (৩৩)। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা ৬,৩৫৬ কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৬২।
গত ২৪ ঘণ্টায় জেলার নিরিখে সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা। একদিনে আক্রান্ত হয়েছেন ৫২১ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। তিলোত্তমায় সক্রিয় রোগীর সংখ্যা এখনও সাড়ে ৬ হাজারের বেশি। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। হাওড়ায় সংক্রমণ কম হলেও একদিনে ৫ জনের মৃত্যু ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে।
আরও পড়ুন আরও কমল দৈনিক সংক্রমণ, বাংলায় কমছেই না কোভিডে মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৮৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন। এদিন বড়সড় স্বস্তি অ্যাক্টিভ রোগীর ক্ষেত্রেও। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ১৪.৫০ শতাংশ। করোনায় দেশে সুস্থতার হার ৯৪.২১ শতাংশ।