স্বস্তিবাড়িয়ে বাংলায় দৈনিক সংক্রমণের হার অনেকটাই নিম্নমুখী। রাজ্য স্বাস্থ্য দফতরে বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫২৪। আগের দিন এই সংখ্যাটা ছ ছিল ৬৩৫জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২জনের। তবে রবিবার এই সংখ্যাটা ছিল ১১ জন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখনই পুরোপুরি স্বস্তি পাওয়ার কিছু নেই। সতর্ক থাকতেই হবে। করোনা সতর্কতা বিধি মেনেই যাবতীয় পদক্ষেপ করতে হবে।
এখন পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ১৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ১৫ লাখ ৬৫ হাজার ৬৯৯। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থতার সংখ্যা ৬০৮ জন। নিম্নমুখী অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এখন অ্যাকটিভ কেস হল ৭ হাজার ৮১০ জন। এ রাজ্যে করোনাজয়ীর হার ৯৮.৩১ শতাংশ। পজিটিভি রেট ১.৯৯ শতাংশ।
আরও পড়ুন- আরও কমল দৈনিক সংক্রমণ, গত ৬ মাসে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস
রাজ্যে মোট কোভিডে মৃত ১৮ হাজার ৬৬৪ জন। বাংলায় করোনায় মৃত্যু হার ১.১৯ শতাংশ।
দৈনিক সংক্রমণের নিরিখে বাংলায় শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা ১০৫ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা । এই জেলায় আক্রান্ত হয়েছেন ১০৩ জন। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া, আক্রান্ত হয়েছেন ৪৬ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৪১ জন।
আরও পড়ুন- ‘টিকার ৫ ডোজ বিজেপি নেতাকে, ষষ্ঠ ডোজের দিনও চূড়ান্ত’, সার্টিফিকেট দেখে চোখ কপালে
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন