/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/Sreebhumi-Crowd.jpg)
পুজোর ভিড় ঘিরে চরম করোনা উদ্বেগ। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
উৎসবের মাঝেই চুপিসারে সংক্রমণ মাথাচাড়া দিয়ে চলেছে। গতদিনের তুলনায় সামান্য কমলেও রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার ৮০০-র কাছাকাছিই। গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৭৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৫৫ জন। ভয়ঙ্কর ভাইরাসে প্রাণ গিয়েছে ১২ জনের। করোনার পজিটিভি রেট ২.১৩ শতাংশ।
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট কোভিড সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭৫ হাজার ৫৭৭ জন। করোনাকে জয় করে মোট সুস্থ মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ৪৯ জন। রাজ্যের সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। বর্তমানে রাজ্যে সক্রিয় কোভিড রোঘীর সংখ্যা ৭ হাজার ৬৩৪।
আজ পর্যন্ত বাংলায় করোনায় মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৮৯৪ জনের। মৃত্যু হার ১.২০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৪২৯টি। মোট নুমনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৭১ হাজার ৯৬১।
কলকাতা পুরনিগম জানিছে যে, পুজোর চার দিন করোনা টিকাকরণ বন্ধ থাকবে। পরিসংখ্যার নিরিখে, এখনও আবধি মোট ৯ লক্ষ ৬ হাজার ৯৭৫ জনের টিকাকরণ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৭ লক্ষ ৩০ হাজার ৯০৪ জন। দ্বিতীয় ডোজ হয়েছে ১ লক্ষ ৭৬ হাজার ৭১ জনের।
আরও পড়ুন-পুজোর দিনগুলিতে কলকাতায় টিকাকরণ নয়, ফের মিলবে কবে?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us