বাংলায় রকেট গতিতে সংক্রমণ, আক্রান্তের সংখ্যা ১৫ হাজার পার

সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।

সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus india,coronavirus india update,coronavirus india cases,coronavirus india cases today,coronavirus cases in india,coronavirus cases in india today,coronavirus cases in india in last 24 hours,coronavirus cases in india today update,coronavirus cases in india in 24 hours,covid cases in india,corona news in bengali,bengali news,bengali news today,bengali news update,bangla news today,bangla news,

, ক্লাসরুম এবং মিটিং হলের মতো স্থানগুলিতে করোনা ভাইরাস বাতাসে মাধ্যমে অনায়াসেই ছড়িয়ে পড়তে পারে।

উদ্বেগ বাড়িয়ে রাজ্যের দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়াল। হাজারের গণ্ডি ছাড়ানোর ৮ দিনের মাথায় বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়াল। গত বৃহস্পতিবার এক হাজার সংক্রমিত হয়েছিল রাজ্যে। এক সপ্তাহের মধ্যে মারাত্মক ভাবে বাড়ল আক্রান্তের সংখ্যা। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত সাড়ে ৬ হাজার। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

Advertisment

দৈনিক সংক্রমণের হার ২৫ শতাংশের কাছে পৌঁছে গেছে রাজ্যে। বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে সংক্রমিত ১৫,৪২১ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৯৩ হাজার ৭৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বাংলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ১৭। রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭,৩৪৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪১ হাজার ১০১ জন। গতকালের তুলনায় প্রায় ৮ হাজার বেশি। বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার ৯৬.৪০ শতাংশ।

আরও পড়ুন ১২৫ জন যাত্রী পজিটিভ, কোভিডের ছড়াছড়ি ইতালি থেকে আসা বিমানে

Advertisment

এদিকে, করোনা সুনামিতে তোলপাড় দেশ। গতকালের চেয়ে আজ নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৯১ হাজার মানুষ করোনা আক্রান্ত হলেন দেশজুড়ে। রাজ্যে রাজ্যে বেলাগাম সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একধাক্কায় দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক।

West Bengal coronavirus