Royal Bengal Tiger in Kultali: বাঘ নিজের ঘরে ফিরেছে, স্বস্তি উত্তর বৈকন্ঠপুর গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার রাতে বাজি পটকা ফাটিয়ে বাঘকে জঙ্গলে ফেরত পাঠানো গিয়েছে জানিয়েছেন বনকর্মীরা। বাঘ নিজের জঙ্গলে ফিরেছে নিশ্চিত বন দফতর।
কুলতলির মৈপীঠ-বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বৈকন্ঠপুর গ্রামের লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা বাঘটিকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় খাঁচা পাতা হয়েছিল ছাগলের টোপ দিয়ে। কিন্ত সেই টোপে পা দেয়নি বাঘটি। সেই সঙ্গে রাতভর বাজি পটকা ফাটিয়েও বাঘটিকে নিজের জঙ্গলে নদী সাঁতরে পালিয়ে গিয়েছে কিনা সে বিষয়ে সকাল থেকে অনুসন্ধানের কাজ শুরু করেছিল কর্মীরা। আজমলমারির জঙ্গলে ফিরে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।
মঙ্গলবার সকালে জালের কাছে বাঘের পায়ের ছাপ পায় বনদফতর। দক্ষিণ দিক থেকে বেরিয়ে উত্তর দিকে ৬ নম্বর বৈকুণ্ঠপুর সংলগ্ন হেতাল জঙ্গলে তখন অবস্থান ছিল বাঘের। বিষয়টি নিশ্চিত করে বনদফতরও। ফের নতুন করে এক কিলোমিটার জঙ্গল ঘেরার কাজ শুরু হয়। তিনদিক ঘিরে নদী পেরিয়ে গভীর জঙ্গলের দিক খোলা রাখা হয়।
আরও পড়ুন ফের অবস্থান বদল রয়্যাল বেঙ্গলের, জালের কাছে শার্দূলের পায়ের ছাপ, মৈপীঠে চলছে 'বাঘবন্দি' খেলা
গত ২ দিন ধরে জঙ্গলের মধ্যে খুঁজেও বাঘের নাগাল পাননি বনকর্মীরা। তবে ওই জঙ্গলে বাঘের উপস্থিতি বার বার মিলেছে। কখনও গর্জন, কখনও আবার পায়ের ছাপ রেখে নিজের উপস্থিতির প্রমাণ দিয়েছে রয়্যাল বেঙ্গল।
বন দফতর জানিয়েছে, জলপথে পরিদর্শন করা হবে। পরিদর্শনের পর জাল দিয়ে ঘেরা জঙ্গলের ৩ দিক ঘুরে দেখা হবে। বাঘের উপস্থিতি টের পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।
বাঘটিকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় খাঁচা পাতা হয়েছিল ছাগলের টোপ দিয়ে। কিন্ত সেই টোপে পা দেয়নি বাঘটি। সেই সঙ্গে রাতভর বাজি পটকা ফাটিয়েও বাঘটিকে নিজের জঙ্গলে নদী সাঁতরে পালিয়ে গিয়েছে কিনা সে বিষয়ে সকাল থেকে অনুসন্ধানের কাজ শুরু করেছিল কর্মীরা। আজমলমারির জঙ্গলে ফিরে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।