Advertisment

Gangasagar Mela 2024: অসীম শ্রদ্ধায় অপার ভক্তিতে গঙ্গাসাগরে পুন্যস্নান! কপিলমুনির আশ্রমে জনস্রোত, মাহেন্দ্রক্ষণ আর কতক্ষণ?

Gangasagar Mela: প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ পুন্যার্থীর উপচে পড়া ভিড়ে গমগম করছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে কাতারে কাতারে পুন্যার্থীদের ঢল নেমেছে সাগরদ্বীপে। ভিনরাজ্য থেকে লক্ষ লক্ষ পুন্যার্থী ভিড় জমিয়েছেন সাগরমেলায়। বহু বিদেশি পর্যটককেও এবার দেখা যাচ্ছে সাগরদ্বীপে। মেলায় আসা পুন্যার্থীদের সুরক্ষার দায়িত্বে রাজ্য পুলিশের পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মেলায় এসে কেউ অসুস্থ হয়ে পড়লে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র গুলিতে চলছে চিকিৎসা। কোনও পুন্যার্থীর শারীরিক পরিস্থিতি গুরুতর হলে এয়ারলিফট করে কলকাতায় নিয়ে যাওয়ারও বন্দোবস্ত রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Gangasagar Mela 2024

গঙ্গাসাগর মেলা।

Gangasagar Mela: আজ মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে পুন্যস্নানে লক্ষ-লক্ষ মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পুন্যার্থীদের ভিড় সাগরদ্বীপে। কপিলমুনির আশ্রমে উপচে পড়া ভিড় ভক্তদের। গঙ্গাসাগরের জলে পুন্যস্নান সেরে অসীম শ্রদ্ধায় অপার ভক্তিতে পুজো দিচ্ছেন পুন্যার্থীরা। রবিবার রাত থেকে শুরু হয়ে গিয়েছে পুন্যস্নানের মাহেন্দ্রক্ষণ। সোমবার ক'টা পর্যন্ত থাকছে এই শুভক্ষণ?

Advertisment

কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ফি বছর ঘুরে-ফিরে এই মিথই যেন সত্যি বলে প্রমাণিত হয়। এরাজ্য তো বটেই ভিনরাজ্য থেকে কাতারে কাতারে পুন্যার্থীদের উপচে পড়া ভিড় গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে। প্রতি বছর গঙ্গাসাগর মেলার বিশাল আয়োজনে নিদারুণ তৎপরতা দেখায় রাজ্য সরকার।

আরও পড়ুন- Premium: বাড়িতেই ব্যবসা, কম খরচেই চটজটলদি মোটা টাকা আয়! বেকারদের দিশা দেখাচ্ছেন এই ব্যক্তি 

এবারও সেই তৎপরতায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। সাগরমেলায় আসা পুন্যার্থীদের সুবিধা দিকে প্রশাসনের তরফে একাধিক বন্দোবস্ত করা হয়েছে। খাওয়ার জল থেকে শুরু করে শৌচালয়, চিকিৎসা পরিষেবার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে মেলা প্রাঙ্গণে।

রবিবার রাত ১২টা ১৩ মিনিট থেকে শুরু হয়েছে পুন্যস্নানের সময়। এই শুভক্ষণ চলবে সোমবার রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত। আজ সোমবার দিনভর গঙ্গাসাগার মেলায় স্নান সারবেন পুন্যার্থীরা। রবিবারও লক্ষ-লক্ষ পুন্যার্থী গঙ্গাসাগরে স্নান সেরেছেন।

আরও পড়ুন- Makar Sankranti: যা না-জানলে, মকর সংক্রান্তি পালন কার্যত অর্থহীন

সব মিলিয়ে জনজোয়ার সাগরদ্বীপে। সোমাবার বেলা যত বাড়ছে বিপুল জনস্রোতে সাগরদ্বীপ ততই গমগম করে উঠছে। এদেশের পাশাপাশি গঙ্গাসাগর মেলা সামনে থেকে চাক্ষুস করতে বিদেশি পর্যটকরাও ভিড় জমিয়েছেন।

West Bengal Gangasagar Mela Gangasagar
Advertisment