Advertisment

West Bengal Govt Job Quota: বাংলায় OBC কোটা নিয়ে যুগান্তকারী সুপারিশ! সরকারি চাকরিতে বিরাট সম্ভাবনা তপশিলি জাতি-উপজাতিভুক্তদেরও

OBC quota in Bengal: সম্প্রতি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন (NCBC) এই মর্মে সুপারিশ করেছে রাজ্য সরকারকে। পঞ্জাবের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তপশিলি জাতি, তপশিলি উপজাতির ও তদুপরি সমাজের পিছিয়ে পড়া শ্রেণিভুক্তদের জন্য সংরক্ষণ ৫০ শতাংশের ঊর্ধ্বসীমার নীচে রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal government job obc quota latest update

OBC quota in Bengal: ওবিসি শ্রেণিভুক্তদের জন্য বড় খবর।

West Bengal Govt Job Quota: এবার পশ্চিমবঙ্গ সরকারকে সরকারি চাকরি এবং পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষিত আসন সংখ্যা বাড়াতে বলল কেন্দ্রীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন (National Commission for Backward Classes)। রাজ্য সরকারকে OBC শ্রেণিভুক্তদের জন্য সংরক্ষণ বাড়াতে সুপারিশ কমিশনের।

Advertisment

উল্লেখ্য, সম্প্রতি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন (NCBC) এই মর্মে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকারকে। পঞ্জাবের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তপশিলি জাতি, তপশিলি উপজাতির ও তদুপরি সমাজের পিছিয়ে পড়া শ্রেণিভুক্তদের জন্য সংরক্ষণ ৫০ শতাংশের ঊর্ধ্বসীমার নীচে রয়েছে। সেই সংরক্ষণ এবার বাড়ানোর সুপারিশ কেন্দ্রীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের।

আরও পড়ুন- Md Selim-Nawsad Siddique: সেলিমে চটে লাল নওশাদ? জোট ভেস্তে যাওয়ায় কী বললেন ISF বিধায়ক?

জানা গিয়েছে, এরাজ্যে তপশিলি জাতি-উপজাতি, পিছিয়ে পড়া শ্রেণিদের চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে সংরক্ষণের জন্য ৪৫ শতাংশ আসন রয়েছে। পঞ্জাবের ক্ষেত্রে এই সংরক্ষণ আরও কম। তাই দুই রাজ্যকেই এই সংরক্ষণ আরও বাড়ানোর সুপারিশ করেছে কেন্দ্রীয় এই কমিশন। পশ্চিমবঙ্গে সরকারি চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষণ ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন।

Government Jobs West Bengal obc quota obc quota bengal
Advertisment