১ জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে ডিএ সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি রাজ্য়ের

আগামী ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য়ের সরকারি কর্মীদের। সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য় সরকার।

আগামী ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য়ের সরকারি কর্মীদের। সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য় সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
da hike

প্রতীকী ছবি।

নতুন বছরের শুরুতেই ডিএ পাবেন রাজ্য়ের সরকারি কর্মীরা। আগামী ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য়ের সরকারি কর্মীদের। সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য় সরকার। উল্লেখ্য়, কয়েকদিন আগেই সরকারি কর্মীদের ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

Advertisment

সম্প্রতি কর্মী সংগঠন ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য়মন্ত্রী। সেদিনের বৈঠকেই সরকারি কর্মীদের জন্য় ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেন মমতা। মুখ্য়মন্ত্রী জানিয়েছিলেন, এই পরিমাণ ডিএ দিতে সরকারের অতিরিক্ত খরচ হবে ২ হাজার ২০০ কোটি টাকা।

আরও পড়ুন: অনেকটাই সুস্থ বুদ্ধবাবু, কেটেছে আছন্নতা, মঙ্গলবারেই বাড়ি ফেরার সম্ভাবনা

উল্লেখ্য়, সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে রাজ্য় সরকারের সঙ্গে বিভিন্ন কর্মী সংগঠনের টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। ডিএ মামলা গড়িয়েছে আদালতেও। টালবাহানার মধ্য়েই রাজ্য় সরকারের তরফে জানানো হয়, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal