/indian-express-bangla/media/media_files/2025/08/16/janmashtami-2025-08-16-12-51-33.jpg)
Janmashtami 2025: জন্মাষ্টমী ঘিরে রাজ্যে উৎসবের মেজাজ।
শ্রীকৃষ্ণের জন্মতিথি হল এই জন্মাষ্টমী (Janmashtami)। সনাতন ধর্মালম্বীদের কাছে জন্মাষ্টমী একটি অন্যতম গুরুত্বপূর্ণ মহোৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। পুণ্য এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ ধরাভূমিতে আবির্ভূত হয়েছিলেন।
গোটা পৃথিবীজুড়ে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী সাড়ম্বরে পালন করে থাকেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মহা আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়। বাদ নেই বাংলাও। পশ্চিমবঙ্গেও ধুমধাম করে বেশ কিছু মন্দিরে, বাড়িতে জন্মাষ্টমী উদযাপন হয়ে থাকে।
শ্রীকৃষ্ণের এই পুণ্য জন্মতিথিতে বাড়িতে যাঁরা কৃষ্ণ আরাধনা করেন তাঁরা যেমন তাঁদের বাড়িগুলি সাজিয়ে তোলেন, ঠাকুরঘর সাজান, ঠিক তেমনই বেশ কিছু মন্দিরেও শ্রীকৃষ্ণের শৈশবের নানা মুহূর্ত বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয় এবং ঝুলন সাজানো হয়। সেই সঙ্গে জন্মাষ্টমী উপলক্ষে সাজিয়ে তোলা হয় মন্দির।
মায়াপুরে ISKCON-এর মন্দির
মায়াপুরে ISKCON-এর মন্দিরে বিশাল আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। নদিয়ার মায়াপুরের ইসকনের মন্দিরে আজ জন্মাষ্টমীর দিনে কাতারে কাতারে পুন্যার্থীর ভিড়। গোটা মন্দির জন্মাষ্টমী উপলক্ষে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। গভীর রাতে শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান, সেই সঙ্গে কীর্তন এবং বিভিন্ন অনুষ্ঠান।
কলকাতায় ISKCON-এর মন্দির
মায়াপুরের পাশাপাশি কলকাতাতেও ইসকনের বিশাল মন্দির রয়েছে। মিন্টো পার্ক এলাকার ওই মন্দিরেও মহা সমারোহে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এখানেও জন্মাষ্টমী দিন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজোর আয়োজন করা হয়, পুণ্যার্থীদের ভোগ বিতরণ থেকে শুরু করে দিনভর চলে কীর্তনের অনুষ্ঠান। জন্মাষ্টমীর মধ্যরাতে মহাবিশেকের পর চলে প্রসাদ বিতরণ।
শ্রী শ্রী রাধা বল্লভ মন্দির, কলকাতা
কলকাতা দক্ষিণ শহরতলীর গড়িয়ার কাছে রয়েছে কয়েকশো বছরের পুরনো এই রাধাবল্লব মন্দির। জন্মাষ্টমীর বিশেষ এই দিনে এখানেও শ্রীকৃষ্ণের মহা পুজো অনুষ্ঠিত হয়। দিনভর জন্মাষ্টমীর উপলক্ষে এই মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ে। জন্মাষ্টমী উপলক্ষে এদিন মন্দিরকে নানাভাবে সাজিয়ে তোলা হয়।
শ্রীকৃষ্ণ মন্দির কলকাতা
শহর কলকাতায় শ্রীকৃষ্ণ মন্দিরটিও কলকাতার অন্যতম প্রসিদ্ধ একটি মন্দির। জন্মাষ্টমীর পূর্ণ দিনে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। দিন ভোট ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো।
বর্ধমান রাজবাড়ির রাধাবল্লব মন্দির
জন্মাষ্টমীতে বিশেষ পূজা অর্চনা হয় বর্ধমানের রাজবাড়ীর এই রাধা বলল মন্দিরেও। শতাব্দী প্রাচীন এই মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়। বর্ধমান জেলা তো বটেই পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও জন্মাষ্টমীর দিন এখানে পূর্ণ্যার্থীদের ভিড় চোখে পড়ে।