West Bengal news today updates: শনিবার রাতে মদন মিত্র ফেসবুক লাইভে এসে একের পর এক তোপ দাগলেন তৃণমূল নেতৃত্ব ও রাজ্য সরকারের দিকে। নন্দীগ্রাম আন্দোলনের পরবর্তী সময়ে তৃণমূল নেতাদের ভূমিকা নিয়েও কটাক্ষ করেছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর কথায়, "নন্দীগ্রামের কথা না বলাই ভাল। নন্দীগ্রাম বেচে তো আমরা অনেকেই অনেক কিছু হয়েছি। কিন্তু আমি কখনও নন্দীগ্রাম বিক্রি করিনি।" এদিন তৃণমূল সরকারকে তাঁর প্যারোল না পাওয়া নিয়েও নিশানা করেন তিনি।
শহরের আবহাওয়ায় দাবদাহ কমলেও এই মুহুর্তে ভাটপাড়া নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত বুধবার থেকেই এক যুবককে 'খুনের' অভিযোগকে কেন্দ্র করে দফায় দফায় উত্তাল হয় ভাটপাড়া-কাঁকিনাড়া-জগদ্দল। শুক্রবার রাতে আমডাঙ্গার বহিচগাছিতে নাজিমুল করিম নামের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ করে বিজেপি। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মমতা এবং তৃণমূল সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করে এলাকার সাংসদ অর্জুন সিং বলেন, “এই যে ৬ মাসের সরকার আছে, সেটা কীভাবে আরও তাড়াতাড়ি চলে যায় তার ব্যবস্থা আমরা করছি”। বিস্তারিত পড়ুন, ৬ মাসের আগেই মমতা সরকার ফেলার ব্যবস্থা করছি: অর্জুন সিং
ভাটপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে জানায়, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। গোষ্ঠী সংঘর্ষে বৃহস্পতিবার ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায় দুই ব্যক্তির মৃত্যুর পরই কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিন দিনের মধ্যে পরিস্থিতি শান্ত করার কথা বলেন তিনি। এরপর দু’দিনের মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান নবনিযুক্ত পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এদিন বিজেপির প্রতিনিধি দল ভাটপাড়া ছাড়ার পরই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়।এসএস আলুওয়ালিয়া, সত্যপাল সিং এবং বিষ্ণুদয়াল রামেরা এলাকা ছাড়তেই ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এসএস আলুওয়ালিয়া, সত্যপাল সিং এবং বিষ্ণুদয়াল রামেরা এলাকা ছাড়তেই ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিস্তারিত পড়ুন, ভাটপাড়া নিয়ন্ত্রণে, দাবি পুলিশ কমিশনারের
Live Blog
West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines কলকাতার সব খবরের আপডেট, Follow the updates here:
মহানগরে অভিনেত্রী হেনস্থা কাণ্ডে গ্রেফতার হওয়া সাতজনকে শুক্রবার জামিন দিল আদালত। বুধবার ওই সাতজনকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার আলিপুর আদালত সাতজনকে জামিন দেয়। ২১ জুন পর্যন্ত আটক সাতজনকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে। প্রত্যেকেই পড়ুয়া। বিস্তারিত পড়ুন, মডেল হেনস্থাকাণ্ডে অভিযুক্ত সাতজনের জামিন
ফেসবুক লাইভে ফের স্বমহিমায় মদন মিত্র। শনিবার রাতে প্রায় ৫০ মিনিটের ফেসবুকে লাইভে তাঁর তোপের মুখে পড়লেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কখনও ২০১৬ সালের নির্বাচনে পরাজয়ের জন্য তিনি দায়ি করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, কখনও সাম্প্রতিক কাটমানি বিতর্ক নিয়ে ছুঁড়ে দিলেন কটাক্ষ। কখনও আবার স্পষ্ট অভিযোগ, “নন্দীগ্রামে বেচে আমরা অনেকেই অনেক কিছু হয়েছি।” সবিস্তারে পড়ুন, সামনে সব রাস্তাই এখন খোলা, বলছেন মদন মিত্র
ভাটপাড়া ইস্যুতে মমতার বিরুদ্ধে সুর চড়ালেন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, " ডা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা ভাবা আর তাঁর ভাবনা নিয়ে কাজ করার মধ্যে ফারাক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভেদের রাজনীতি করে।"
তাঁর দাবি, তাঁর প্যারোল না পাওয়ার জন্য দায়ি ছিল তৃণমূল সরকারেরই কারা দফতর। তিনি ৪৩ বার প্যারোলের আবেদন করেছিলেন, রাজ্য সরকার মানেনি। এমনকি অধিকাংশ নেতাই বাড়ির কাছে ভোটে লড়েন। কিন্তু তাঁকেই বারবার বাড়ি থেকে বহুদূরে, কঠিন মাটিতে লড়তে পাঠানো হয়েছে। দেখুন মদন মিত্রের ফেসবুক লাইভ
সমস্যা অনেকদিনের। টেকনিশিয়ানদের বকেয়া টাকা না দেওয়া নিয়ে টেলিপাড়ার ক্ষোভে এবার রাজনৈতিক রঙ। গতকাল বিজেপি প্রভাবিত নবগঠিত বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের বৈঠকের উত্তর দিতেই আজ ক্ষমতা প্রদর্শন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (এফডব্লিউ আই সি ই) তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, এতগুলো মানুষ পেট চালানোর জন্য এখানে কাজ করে। এখানে কোনও রাজনীতির রঙ চরতে দেব না"। এমনকি এটি কোনও 'রাজনৈতিক বৈঠক' নয় তা ও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, "প্রত্যেক বছর আমরা এই সভা করি। অনেক দিন আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়ে যায়। এখানে কোনো রাজনৈতিক রঙ নেই"। প্রসঙ্গত, কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠছে টলিপাড়ায়। সেই বিষয়টি নিয়েই গতকাল টলিউডে শিল্পী, কলাকুশলী ও টেকনিশিয়ানদের পাশে থেকে লড়াইয়ের হুঁশিয়ারী দেয় নবগঠিত বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স ইউনিয়নকে সঙ্গী করে তারা ভাঙতে চায় টালিগঞ্জের “সিন্ডিকেট রাজ” তেমনটাই জানিয়েছেন তাঁরা।
টলিউডে শিল্পী, কলাকুশলী ও টেকনিশিয়ানদের পাশে থেকে লড়াইয়ের হুঁশিয়ারী দিল নবগঠিত বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স ইউনিয়নকে সঙ্গী করে তারা ভাঙতে চায় টালিগঞ্জের “সিন্ডিকেট রাজ”। বিজেপি প্রভাবিত ওই সংগঠনের পাশে থাকার বার্তা দিতে মুম্বই থেকে উড়ে এসেছেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। পরিষদের পক্ষ থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে “একাধিপত্য” ভাঙতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শনিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হলো। সবিস্তারে পড়ুন, টলিউডে ‘সিন্ডিকেট’ ঠেকাতে দিল্লি-মুম্বাইতে অবস্থান, বিদেশের শুটিং নিয়ে হুঁশিয়ারি
কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে নাচ, গান, দৌড়ানো, ঘুমানো, গান করা, খেলাধুলো, পড়াশুনো, লেখালিখি কিংবা হাসি, যেকোনও কার্যকলাপের সময় নিজের একটি ছবি তুলে তা ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা টুইটারে দিতে হবে। প্রথম তিনটি অভিনব এবং সবচেয়ে উদ্ভাবনী ছবি কলকাতা পুলিশ দ্বারা সম্মানিত করা হবে। বিস্তারিত পড়ুন, মাদকাসক্তি কাটাতে হাসি-খেলা-গান উদযাপনের পরামর্শ কলকাতা পুলিশের